Cricketer Kainat Imtiaz: অন্যতম সুন্দরী ক্রিকেটার বিশ্বের, ক্রিকেটের ছোঁয়া বিয়েতেও

Published By: Khabar India Online | Published On:

সম্প্রতি বিয়ে করেছেন পাকিস্তানের মহিলা ক্রিকেটার কাইনাত ইমতিয়াজ। ক্রিকেট প্রথম প্রেম হওয়ায় তার বিয়ের থিমও ছিল ক্রিকেট।

৩০ মার্চ বিয়ে হয় কাইনাতের। পাত্রের নাম ওয়াকার উদ্দিন। নিজের বিয়ের ছবি নেটমাধ্যমে প্রকাশ করেছেন।

কাইনাতের বিয়ের ছবিতেও দেখা গেছে ক্রিকেটের ছোঁয়া। লাল পোশাকে তাকে লাগছিল বেশ। তিনি নিজেই জানিয়েছেন, সব সময় এই ধরনের থিমে বিয়ে করতে চেয়েছিলেন। সেই স্বপ্ন পূর্ণ হয়েছে।

বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন কাইনাত। কোনও ছবিতে তাকে দেখা যাচ্ছে ব্যাট নিয়ে দাঁড়িয়ে। কোনও ছবিতে আবার ব্যাট-বল দুই-ই রয়েছে। ব্যাট করতেও দেখা যায় তাকে। বোলারের মুখ দেখা না গেলেও সম্ভবত তার স্বামীই বল করছিলেন।

আরও পড়ুন -  অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলসের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ

কাইনাতের বিয়ের পরে তাকে শুভেচ্ছা জানান অনেক সতীর্থ। তালিকায় ছিলেন বিসমা মারুফ, ফাতিমা সানা, সিদরা নওয়াজের মতো ক্রিকেটাররা।

পাকিস্তানের জাতীয় দলে ২০১০ সালে অভিষেক হয় কাইনাতের। প্রথমে টি২০ দলে সুযোগ পান তিনি। পরের বছর অভিষেক হয় এক দিনের দলে।

আরও পড়ুন -  দিদির মতো পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পাকিস্তানের হয়ে ১৫টি এক দিনের ম্যাচে ১২৮ রান করেছেন কাইনাত। নিয়েছেন ৯টি উইকেট।

টি২০-তেও ভাল খেলেছেন কাইনাত। ১৫টি ম্যাচে ১২০ রান করার পাশাপাশি ৬টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

 ছোটবেলায় নাকি ক্রিকেটার হওয়ার কোনও স্বপ্ন ছিল না কাইনাতের। ২০০৫ সালের পর থেকে ক্রিকেট খেলা শুরু করেন তিনি।

ক্রিকেটার কাইনাত ইমতিয়াজ

কাইনাতের জীবনে ঝুলন গোস্বামীর অবদান রয়েছে। ২০০৫ সালে এশিয়া কাপ খেলার সময় ঝুলনের সঙ্গে দেখা হয় কাইনাতের। তাকে দেখেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা শুরু করেন তিনি।

আরও পড়ুন -  এই লাস্যময়ীর সাথে শুভমন গিলের জীবনে নতুন অধ্যায়ের জল্পনা চলছে!

খেলার পাশাপাশি সাজঘর সব সময় মাতিয়ে রাখেন কাইনাত। সতীর্থদের সঙ্গে মাঝেমধ্যেই ছবি ও ভিডিয়ো প্রকাশ করতে দেখা যায়।

বিশ্বের অন্যতম সুন্দরী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন কাইনাত। তবে শুধু নিজের রূপ দিয়ে নয়, মাঠেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।