Brazil: নিহত ৪, বন্দুকধারীর গুলিতে, ব্রাজিলের বারের বাইরে

Published By: Khabar India Online | Published On:

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আল্টামিরা নগরীর একটি বারের বাইরে বন্দুকধারীর বেপরোয়া গুলিবর্ষণে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রবিবার ব্রাজিলের সরকারি কর্মকর্তাদের খবর দিয়ে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন -  আমরা তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করিনা

এই হামলার ঘটনার পর নিরাপত্তা ক্যামেরার ভিডিও ফুটেজে বারের বাইরে গ্রাহকদের বসে থাকার সময় হ্যান্ডগান নিয়ে দুই হামলাকারীকে এগিয়ে আসতে এবং বেপরোয়া হামলা চালাতে দেখা গেছে। পরে তাদেরকে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

আরও পড়ুন -  অসমের নিজস্ব ২৪ ঘন্টার দূরদর্শনের চ্যানেল

প্যারা রাজ্য গভর্নর হেল্ডার বার্বালহো এক বিবৃতিতে বলেন, কর্তৃপক্ষ এ হামলার ঘটনা তদন্ত করে দেখছে। অপরাধী চক্রের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন -  নববর্ষ এবং চৈত্র সেলের বাজারে নতুন পোশাকের বেচাকেনা না থাকায় দুশ্চিন্তার পড়েছেন বহু ব্যবসায়ীরা

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সর্বশেষ এ বন্দুক হামলাসহ দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে অল্টামিরায় কমপক্ষে ১২টি হত্যার ঘটনা ঘটে।

 সূত্র: বাসস।