Phone Hang: ফোন হ্যাং-এর সমস্যা থেকে মুক্তি’র উপায়

Published By: Khabar India Online | Published On:

 ফোন ফ্রিজ বা হ্যাং হয়ে যায় কারন স্মার্টফোনের প্রসেসর ও মেমোরির ওপর অধিক চাপের জন্য। তবে কিছু টিপস মেনে চললে ফোন হ্যাং-এর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

ডিপ ক্লিনিংঃ

স্মার্টফোনের ডিপ ক্লিন করলে স্মার্টফোন হ্যাং করবে না। আসলে ডিপ ক্লিনিংয়ের ফলে স্মার্টফোনের অধিকাংশ অপ্রয়োজনীয় ফাইল মুছে যায়। ফলস্বরূপ স্মার্টফোনের স্টোরেজ স্পেস খালি হয়ে যায় এবং প্রসেসরও চাপমুক্ত হয়।

আরও পড়ুন -  মোনালিসা খুলে ফেলে দিলেন শাড়ির পল্লু তারপর শুরু করলেন রোমান্স, একা বসে দেখুন ভিডিও-র এই গানটি

ক্যাশে ক্লিন করুনঃ

স্মার্টফোনে বিভিন্ন অ্যাপের সুবাদে রোজ প্রচুর ক্যাশে ফাইল জমা হয়ে যায়। এই ফাইলগুলো ধীরে ধীরে জমা হয়ে ফোনের মেমোরি পূর্ণ হয়ে যায়। ফলে ফোনের পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব পড়ে এবং সেটি হ্যাং হতে থাকে। এই সমস্যা এড়ানোর সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিন ফোনের ক্যাশ ক্লিয়ার করা। এতে ফোনের স্টোরেজ স্পেস অযথা নষ্ট হবে না।

আরও পড়ুন -  Cyclone Ashani: ধেয়ে আসবে ঘূর্ণিঝড়, তুমুল ঝড় বৃষ্টির ইঙ্গিত, আবহাওয়ার বিপুল পরিবর্তন হবে

ডুপ্লিকেট ফাইল ডিলিটঃ

 আপনার স্মার্টফোনে ডুপ্লিকেট ফাইল বেশি থাকে, তাহলে অবিলম্বে ডিলিট করুন। কারণ ডুপ্লিকেট ফাইলগুলো আপনার স্মার্টফোনের মেমরি অযথা দখল করে রাখে।