অর্থ আত্মসাতের অভিযোগে পি কে হালদার ও তার সহযোগীদের অবৈধ সম্পদের খোঁজে অন্তত ১০ স্থানে অভিযান চলছে। অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এ তথ্য জানিয়েছে।
হাজার কোটির অধিক টাকা আত্মসাৎ করে বাংলাদেশ থেকে এই দেশে চলে আসে। প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) নিজেকে শিবশংকর হালদার পরিচয় দিয়ে বেশ কিছু সরকারি পরিচয়পত্র যেমন পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ড, ভারতের ভোটার পরিচয়পত্র, আয়কর দপ্তরের পরিচয়পত্র পিএএন (প্যান), নাগরিকত্বের পরিচয়পত্রসহ বিভিন্ন পরিচয়পত্র জোগাড় করেছিলেন।
ইডি সূত্রে জানা যায়, এই পরিচয়পত্রের সাহায্যে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বেশ কিছু সংস্থা (কোম্পানি) খুলেছিলেন পি কে হালদার ও তার সহযোগীরা।
ইডি আরও বলেছে, প্রশান্ত কুমার হালদার বাংলাদেশে বহু কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে জড়িত। এই টাকা ভারতসহ অন্যান্য দেশে ঢোকানো হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে। ছবি: সংগৃহীত।