Srabanti-Madan: শ্রাবন্তীর ছবি রেকর্ড ভেঙে দেবে, মদন মিত্র

Published By: Khabar India Online | Published On:

শ্রাবন্তীর আগামী ছবি ‘ভয় পেও না’ নিয়ে দু চারটি ভালো ভালো কথা। এককথায় প্রচারে বেড়িয়েছেন শ্রাবন্তী, সঙ্গে মদন দা। উল্লেখ্য, যখন শ্রাবন্তী বিজেপি ঝান্ডা হাতে, তখনও মদন দার সঙ্গে হোলি খেলেন তিনি। একই দলের হন বা না হন মদন দার সঙ্গে শ্রাবন্তীর কেমিস্ট্রি বেশ চমকপ্রদ।

আরও পড়ুন -  Madan Mitra: দিদির জন্য গান করলেন মদন মিত্র, ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’

এই সুন্দর কেমিস্ট্রির জন্যেই মদন মিত্র ফুলঝুড়ির মতন গাদা গাদা ভালো কথা বললেন শ্রাবন্তী। আগামী ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভয় পেও না’। এই প্রথম শ্রাবন্তী একটি রহস্য রোমাঞ্চ থ্রিলারে কাজ করবেন।

আরও পড়ুন -  তৃণমূলের প্রচারে জনপ্রিয় ভিলেন অর্থাৎ অভিনেত্রী অনামিকা সাহা

ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে।ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন দে এবং মূল অভিনয়ে অবশ্যই ওম ও শ্রাবন্তী। চলুন দেখি মদন দা কী বললেন দর্শকদের উদ্দেশ্যে।

মদন মিত্র প্রথমেই বলেই বসলেন, এই বইটা দেখতে হবে বাচ্চাদের। বড়রা তো আসবেই। আমি বলে দেব নন্দনে একদিন ১১০০ বাচ্চা একদম ১৬ বছর পর্যন্ত বাচ্চারা দেখতে আসবে, মেয়েরা আসবে আর কি। সবাই হো হো ও ও করবে।

আরও পড়ুন -  Madan Mitra: রকমারি পোশাক আসাক, চোখে চশমা তার জুড়ি মেলা ভার, মদন মিত্র মানে চমক, আবার নতুন গান