Asian Games: স্থগিত এশিয়ান গেমস

Published By: Khabar India Online | Published On:

অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এশিয়ান গেমস। আগামী সেপ্টেম্বরে চীনের হাংঝুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ১৯তম এশিয়ান গেমস।

শুক্রবার এক বিবৃতিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।

আরও পড়ুন -  China-Saudi Arabia: সমঝোতা স্মারক ও বিনিয়োগ চুক্তি করল চীন, সৌদির সঙ্গে

যদিও স্থগিতের কারণ জানানো হয়নি। ধারণা করা হচ্ছে চীনে করোনার প্রকোপ আবারও বাড়তে থাকায় আসরটি স্থগিত হল।

বিবৃতিতে বলা হয়, চীনের হাংঝুতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমস স্থগিত করার ঘোষণা করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। পরবর্তী কোনো এক সময়ে এই প্রতিযোগিতার নতুন দিনক্ষণ জানানো হবে। বিবৃতিটি প্রথম চীনের গণমাধ্যমে প্রচার হয়।

আরও পড়ুন -  Warm: গরম রাখবে শীতে এই সব খাবার

এশিয়ান গেমসের হাংঝু শহরটি চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের নিকটে অবস্থিত। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রায় এক সপ্তাহরও বেশি সময় ধরে সাংহাইয়ে চলছে পূর্ণ লকডাউন।