Kissing: সমুদ্রকে সাক্ষী রেখে চুম্বনরত জনপ্রিয় নায়িকা পরীমনি

Published By: Khabar India Online | Published On:

 ঈদে সমুদ্রকে বেছে নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি ও তার স্বামী-অভিনেতা শরিফুল রাজ। কক্সবাজার থেকে নিয়মিত ছবি শেয়ার করছেন রাজ ও পরীমনি।

গত বুধবার নায়িকা তার ফেসবুক পেজে আপলোড করেন কিছু রোম্যান্টিক ছবি। যেখানে দেখা গেছে, সমুদ্রের তীরে দাঁড়িয়ে পরম আদরে একে-অপরকে জড়িয়ে আছেন রাজ-পরী। আবার চুম্বনরত অবস্থায়ও ক্যামেরাবন্দি হয়েছেন তারা। পরীমণি ও রাজের এই অপূর্ব প্রেমময় মুহূর্ত মুগ্ধ করেছে অনুসারীদের।

আরও পড়ুন -  Cricketer: অলরাউন্ডার জাহানারা আলম, ঈদ করলেন সংযুক্ত আরব আমিরাতে

ছবির ক্যাপশনে পরীমণি উদ্ধৃত করেছেন সুইডিশ অভিনেত্রী ইংগ্রিড বার্গম্যানের একটি উক্তি। তা হলো, ‘শব্দ যখন অতিরিক্ত হয়ে যায়, তখন কথাকে থামিয়ে দেওয়ার জন্য প্রকৃতির একটি প্রেমময় কৌশল হলো চুম্বন।’

আরও পড়ুন -  Dev-Jeet: জিতের কাছে হেরে গেলেন দেব, ছবি'র প্রতিযোগিতায়!

কক্সচবাজার সফরে পরী ও রাজের সঙ্গে আছেন পরীমনির কাকা শামসুল হকও। স্বামী ও কাকাকে ঘিরেই এখন পরীর পৃথিবী। ঈদের দিন তিনজনের কয়েকটি ছবি শেয়ার করে তৃপ্ত মনের অনুভূতি প্রকাশ করেছিলেন নায়িকা।

আরও পড়ুন -  সম্পর্কের জটিলতা ও বিচ্ছেদ, প্রাক্তন রণজয়কে নিয়ে বিষ্ফোরক সোহিনী

লিখেছিলেন, ‘এবার মনে হচ্ছে ঈশ্বর পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে…। আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার কাকা।তারা আমার সঙ্গেই আছে, আমি পরিপূর্ণ।’