Social Media: সামনে ঝুঁকতেই বড় বিপত্তি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কাজলের উপস ! স্লিভলেস ব্লাউজ পরেছিলেন

Published By: Khabar India Online | Published On:

তারকারা প্রায় প্রতিটি মুহূর্ত পাপারাৎজিদের ক্যামেরার নজরে থাকেন। ঘর থেকে বের হলেই পাপারাজ্জিদের সম্মুখীন হয় তাঁরা। বলিউড সুন্দরীরা বেশিরভাগ সময় বিভিন্ন ডিজাইনার পোশাক পরে ক্যামেরার সম্মুখীন হন। তবে এরমধ্যেই কিছু কিছু সময় পোশাক বিভ্রাটের কারণে লাইভ অন ক্যামেরা চলে আসে তারকাদের উপস মোমেন্ট।

এই বলিউড জগতের এক জনপ্রিয় অভিনেত্রী হলেন কাজল। একের পর এক হিট ফিল্ম করে দেশবাসীর মনে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর ফ্যান ফলোইং একদমই কম নয়। বলিউড অভিনেতা অজয় দেবগনের সাথে সুখের সংসার করছেন তিনি।

আরও পড়ুন -  সলমন কেন ব্যাচেলর, ভাইজান নিজেই জানালেন

এখন সিনেমাতে খুব একটা দেখা না গেলেও অভিনেত্রী বিভিন্ন ধরনের ইভেন্টে মাঝে মাঝেই গিয়ে থাকেন। অভিনেত্রীর ড্রেসিং সেন্স বেশ চোখে পড়ার মতো। ছোট খাটো পোশাক সরিয়ে রেখে বেশিরভাগ সময় শাড়ি এবং অন্যান্য ট্রেডিশনাল পোশাক পরতে পছন্দ করেন তিনি। তবে অতিসম্প্রতি শাড়ি পরেও উপস মোমেন্ট এর শিকার হয়েছেন তিনি।

আরও পড়ুন -  যশ চোপড়ার স্ত্রী না ফেরার দেশে, শোকোস্তব্ধ বচ্চন পরিবার

কিছুদিন আগেও অভিনেত্রী কাজল ব্লকবাস্টার ছবি তানহাজির প্রচারে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। আর সেখানেই লাইভ অনুষ্ঠান চলাকালীন পোশাক বিভ্রাটের কারণে কাজল সোশ্যাল মিডিয়ার শিরোনামে চলে এসেছেন। আসলে ওই দিনের অনুষ্ঠানের কাজল একটি লাল রঙের শাড়ি এবং তার সাথে স্লিভলেস ডিজাইনার ব্লাউজ পরে গিয়েছিলেন। তাকে দেখতে অপরূপ সুন্দরী লাগছিল। কিন্তু স্টেজের সামনে কারোর সাথে কথা বলার জন্য ঝুঁকতেই ক্লিভেজ স্পষ্ট ধরা পরে ক্যামেরায়।

আরও পড়ুন -  গ্রেপ্তার শিল্পা শেট্টীর স্বামী রাজ কুন্দ্রা,পর্ন ছবি বানানোর অভিযোগে !

সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও এখন ব্যাপক ভাইরাল হয়ে গেছে। বলা যেতে পারে ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে গেছে কাজলের উপস মোমেন্ট এর ভিডিও। অনেকেই কমেন্ট করে কাজলের পোশাকের নিন্দা করেছেন।