Mariupol: নাগরিকদের সরিয়ে নেয়া হয়েছে, মারিউপোল স্টিল প্ল্যান্টের অভ্যন্তরে থাকা

Published By: Khabar India Online | Published On:

 রুশ বাহিনী দ্বারা অবরুদ্ধ দক্ষিণ-পূর্ব শহর মারিউপোল থেকে আরও ৫০০ বেসামরিক নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধার করার মধ্যে অবরুদ্ধ আজোভস্টাল স্টিল প্ল্যান্টের অভ্যন্তরে থাকা বেশ কিছু লোকজন রয়েছেন।শুক্রবার বিবিসি লাইভ এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক এ উচ্ছেদকে ‘একটি জটিল অভিযান’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন যে, ইউক্রেন ‘সব বেসামরিক এবং সামরিক বাহিনীকে বাঁচাতে’ সবকিছুই চালিয়ে যাবে। তিনি টেলিগ্রামে সহায়তার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন -  Ukrainian and Chinese: ইউক্রেনীয় এবং চীনা প্রেসিডেন্টের মধ্যে প্রথম ফোনালাপ, যুদ্ধ শুরুর পর

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেন, শুক্রবার মারিউপোল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার অভিযানের ক্ষেত্রে আজোভস্টাল স্টিলের কারখানার ভেতরে আটকে থাকা ব্যক্তিদের উপর ফোকাস করা হবে।

বার্তা সংস্থা এএফপিকে ফোনে তিনি বলেন, ‘আজ আমরা আজোভস্টালের দিকেই মনোনিবেশ করব।’ তিনি বলেন, ‘অভিযান শুরু হচ্ছে। আমরা এর সফলতার জন্য প্রার্থনা করছি।’

আরও পড়ুন -  Attacks On Hospitals: হামলা বাড়ছে ইউক্রেনের হাসপাতালে, হু বলছে

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ।

আরও পড়ুন -  Zelensky: ‘গণহত্যা’র অভিযোগ জেলেনস্কির, রাশিয়ার বিরুদ্ধে

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী,হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

 ছবি: বিবিসি