Cricketer: অলরাউন্ডার জাহানারা আলম, ঈদ করলেন সংযুক্ত আরব আমিরাতে

Published By: Khabar India Online | Published On:

 ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে সংযুক্ত আরব আমিরাতে ঈদ করলেন বাংলাদেশ নারী দলের তারকা অলরাউন্ডার জাহানারা আলম।

ক্রিকেটার ক্যারিয়ার শুরুর পর এবারসহ মোট ৪ বার দেশের বাইরে ঈদ করতে হলো জাহানারাকে। নারীদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছেন জাহানারা।

আরও পড়ুন -  App Cabs in Kolkata: এবার আর ভোগান্তি নয়, হলুদ ট্যাক্সির জন্য অ্যাপ আনতে চলেছে রাজ্যের পরিবহন দপ্তর

জাহানারা বলেন, ‘চতুর্থবারের মতো দেশের বাইরে ঈদ। পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দই অন্যরকম থাকে। পরিবারের বাইরে ঈদ করলে আনন্দটা পাওয়া যায় না। এটা অন্য সাধারণ আর দশটা দিনের মতোই হয়। অবশ্যই খুব মিস করব। তবে ঈদের দিন বলে কথা, নতুন জামা তো পরতে হবে। আমরা যেসব জায়গায় খেলাধুলা করি, যেসব দেশে যাই। সেখানে মিষ্টি মুখ করার সুযোগ থাকে না। তারপরও টিমমেটরা মিলে মোটামুটি আনন্দ করি।’

আরও পড়ুন -  T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা উঠছে

এই টুর্নামেন্ট খেলতে গত ৩০ এপ্রিল দেশ ছাড়েন জাহানারা। ৬ দলের লিগ শেষ করে আগামী ১৬ মে তার দেশে ফেরার কথা আছে।