Coconut Shell: ডাবের শাঁসও ত্বকের জেল্লা বাড়ায় !

Published By: Khabar India Online | Published On:

ডাবের জলের পাশাপাশি, ডাবের শাঁসও বেশ উপকারী। মুখের দাগছোপ তুলতে ডাবের জল দিয়ে মুখ ধোয়া করেন অনেকে। ডাবের শাঁসও ত্বকের যত্নে সমান ভাবে উপকারী। ডাবের শাঁস দিয়ে তৈরি করে নিতে পারেন ফেস মাস্কও।

*   টমেটোর শাঁস বার করে নিয়ে তাতে দুই টেবিল চামচ দুধ দিয়ে মিক্সটি ব্লেন্ড করে নিন। এ বার ওই মিশ্রণটিতে আধকাপ ডাবের শাঁস মিশিয়ে নিয়ে আরও এক বার মিক্সটি মুখে আর গলায় ভাল করে মেখে নিন। দশ মিনিট মতো রাখুন। ত্বকের মৃত কোষ দূর করতে দারুণ কাজ করে।

  • কচি ডাবের শাঁস মিক্সিতে দিয়ে মসৃণ করে ব্লেন্ড করে নিন। তাতে কয়েক ফোঁটা কাঠবাদাম তেল মেশান। মুখের ত্বকে আর গলায় ভাল করে মেখে নিন। শুকিয়ে এলে হালকা গরম জলে পাতলা সুতির কাপড় ভিজিয়ে ত্বক পরিষ্কার করে নিন।
  • ত্বকের পুষ্টি জোগাতে ডাবের শাঁসের চেয়ে ভাল কিছু হয় না। আধ কাপ ডাবের জল বা নারকেল দুধের সঙ্গে এক চামচ শশার রস আর অ্যালোভেরা জেল ও কচি ডাবের শাঁস একসঙ্গে ভাল করে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। ত্বকের অবাঞ্ছিত দাগছোপ দূর করতে দারুণ সাহায্য করে।
আরও পড়ুন -  Mahananda River: মহানন্দা নদী থেকে উদ্ধার শতাব্দী প্রাচীন দুটি পাথরের মূর্তি