Bengali of Dreams: ভারত সেরা স্বপ্নে বাংলা

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ  ভারত সেরা স্বপ্নে বাংলা।

পাঁচ বছর আগে শেষবারের মতো সন্তোষ ট্রফি ফুটবলে চ্যাম্পিয়ান হয়ে ছিল বাংলা। আবার সুযোগের হাতছানি বাংলার কাছে। সোমবার ফাইনালে কেরলের মুখোমুখি বাংলা। কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বাজিমাত করার জন্যে মুখিয়ে রয়েছে বাংলা। সেরা খেলা উপহার দিয়ে খেতাব জিততে অপেক্ষায় বাংলার সাহসী ফুটবলাররা। টগবগ করে ফুঁটছে পুরো দলটা। ফুটবলারদের পাশে দাঁড়িয়ে ছেন কোচ রঞ্জন ভট্টাচার্য ও সচিব জয়দীপ মুখার্জি।

আরও পড়ুন -  Aadhaar card: নতুন নির্দেশিকা জারি করল ইউআইডিএআই, আধার কার্ডধারীদের জন্য