Pratik Sen: ‘মোহর’-এর শঙ্খ স্যার নতুন প্রেম খুঁজে পেলেন !

Published By: Khabar India Online | Published On:

 বাংলা বছর শুরু হতেই এক্কেবারে নতুন জুটির মচমচে রোম্যান্স নিয়ে হাজির হতে চলেছে। এর আগেও বহু ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছে অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট, এবারে, নতুন গল্পের পাশাপাশি নতুন জুটি নিয়ে হাজির হচ্ছে।

আরও পড়ুন -  প্রার্থী উজ্জ্বল চৌধুরি-র সমর্থনে কর্মীসভা

স্টার জলসার মোহর কিছু দিন আগেই শেষ হয়, কাজ ও চরিত্র থেমে থাকে না।হ্যান্ডসাম প্রতীক সেন ফিরছেন ‘কী লিখি তোমায়’ গল্পের সঙ্গে। তাকে সঙ্গ দেবেন দুষ্টু মিষ্টি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। প্রসঙ্গত, মিষ্টি এই অভিনেত্রী কিছুদিন আগেই একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক শেষ করেছেন। সূত্র বলছে এবারে তিনি প্রতীক সেনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ‘কী লিখি তোমায়’ গল্পে। প্রতীকের বোনের চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলা বসুকে। এই গল্পে দাদা ও বোনের মিষ্টি সম্পর্ক দেখা যাবে।

আরও পড়ুন -  রসায়ন ভালো, আবারও ছোটপর্দার, চারু-আর্য

শোনা যাচ্ছে আগামী মাসেই শ্যুটিং শুরু হবে, ইতিমধ্যে প্রোমো শ্যুট হয়ে গিয়েছে।