Mon Phagun: মারা যাবে পিহু, ‘মন ফাগুন’ !

Published By: Khabar India Online | Published On:

 একটি এপিসোডের পর পরবর্তীতে এপিসোডে কি হতে চলেছে তা জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন দর্শকরা।   যার কারণে মন ফাগুনের অগণিত দর্শক। মন ফাগুন যেন আর গতে বাঁধা পাঁচটি সিরিয়ালের মত নয়।

আরও পড়ুন -  Tiyasa Roy : ঘরণী হতে চাননা পর্দার শ্যামা ! রইলো ভিডিও

মন ফাগুনে এখন গল্পের মোড় ঘুরছে। আগে নকল প্রিয়দর্শিনী কে নিয়ে আসা হয়েছিল যার ফলে পিহু আর ঋষির বিয়ে ভেঙে যায়। পরে জানা যায়, এই নকল প্রিয়দর্শিনী আসলে মণিকার মেয়ে মিলি। ঘটনাপ্রবাহে পিহু এইসকল সত্যি জানতে পারলে মিলি,পিহুর ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু ঋষির মা সেটা দেখে ফেলে এবং পিহুকে ফ্রিজ থেকে বার করতে সাহায্য করে।

আরও পড়ুন -  দারচিনির সঙ্গে মধু মিশিয়ে খান

দর্শকদের আরো বেঁধে রেখে দিয়েছে। আজ মন ফাগুনের নতুন প্রোমো স্টার জলসার পেজে প্রকাশ্যে এসেছে যা দেখে রীতিমতো হতবাক সকলে। একটি সিরিয়ালে এরকমও সিনেমার মতো ধামাকা দেখানো যায় তা নতুন প্রোমো না দেখলে আন্দাজ করা যায় না।

আরও পড়ুন -  আসানসোলে বাবুলের বাড়ির সামনে উল্লাস, মানুষের জন্য কিছু কাজ করেনি