Medal: পেটের টিউমারকে উপেক্ষা করে, পদক নিয়ে বাড়ি ফিরলেন টেকমি সরকার

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   পেটের টিউমারকে উপেক্ষা করে সুদূর মেঘালয়ের শিলং থেকে রুপোর পদক নিয়ে বাড়ি ফিরলেন শিলিগুড়ির টেকমি সরকার

টেবিল টেনিস নগরী _ শহর শিলিগুড়ি, তা পুনরায় আরও একবার প্রমাণ করলো বর্ষিয়ান টেবিল টেনিস প্রশিক্ষক ক্রীড়াগুরু অমিত দামের খেলোয়াড় টেকমি সরকার।

আরও পড়ুন -  কবে থেকে আবার চলতে পারে লোকাল ট্রেন ? জানালেন মুখ্যমন্ত্রী

টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা মেঘালয়ের শিলং এ আয়োজিত হয়। এপ্রিলের 18 থেকে 25 তারিখে আয়োজিত এই আসরে খেলতে যাওয়ার আগে হটাৎই টেকমির পেটে টিউমার ধরা পড়ে। অসুস্থতায় কার্যত বিছানায় লুটিয়ে পড়ে টেকমি। প্রতিযোগিতায় খেলতে আসার আগে শিলিগুড়িতে তিনদিন নার্সিংহোমে ভর্তি থাকে টেবিল টেনিসের এই প্যাডলার।

আরও পড়ুন -  Former Russian President: ইউক্রেন ঠাণ্ডায় জমেই বিশ্ব থেকে মুছে যাবেঃ প্রাক্তন রুশ প্রেসিডেন্ট

সেখান থেকে কোন মতে সুস্থ হয়ে শিলংয়ে পাড়ি দেয় টেকমি। অবশেষে অসম্ভব প্রতিবন্ধকতাকে হার মানায় সে। জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত বিভাগে অংশগ্রহণ করার লক্ষ্যকে পেছনে ফেলে রুপোর পদক হাসিল করলেন শিলিগুড়ির টেকমি। স্বভাবতই তার এই ফলে খুশি শিলিগুড়ির ক্রীড়ামহল।

আরও পড়ুন -  Corona Fighters: প্রথম শ্রেণীর করোনা যোদ্ধারা, এবার করোনা আক্রান্ত হচ্ছেন