Hair: রিবন্ডিং করা চুলের যত্ন, কি ভাবে নেবেন

Published By: Khabar India Online | Published On:

 চুলের রিবন্ডিং করা নারীদের সংখ্যা বেড়েছে।

 কীভাবে রিবন্ডিং চুলের যত্ন নেবেনঃ  

  • রিবন্ডিং করানোর পর তিন দিন পর্যন্ত চুল ভেজানো বা শ্যাম্পু করা যাবে না। রিবন্ডিং চুলের জন্য অ্যারোমা ট্রিটমেন্ট সবচেয়ে ভালো। চুল রিবন্ডিং করানোর তিন দিন পর হেয়ার স্পা করাতে হবে অবশ্যই।
  • রিবন্ডিং করা চুলের যত্নে হট অয়েল ম্যাসাজ খুব গুরুত্বপূর্ণ। চুলের স্বাস্থ্য ভালো রাখতে সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করার এক ঘণ্টা আগে চুলে অয়েল ম্যাসাজ করুন।
  • রিবন্ডিং চুলের জন্য হালকা শ্যাম্পু ব্যবহার করতে হবে। ক্যারোটিন জাতীয় শ্যাম্পুগুলো বেশ ভালো রিবন্ডিং চুলের জন্য।
  • স্নান করার পর ভেজা তোয়ালে অনেকক্ষণ পেঁচিয়ে রাখবেন না, এতে চুলের গোড়া দুর্বল হয়ে যায়।
  • ভেজা চুল একদমি আঁচড়ানো যাবে না। ভেজা অবস্থায় চুল নরম থাকে, তাই চুল আঁচড়ালে খুব সহজে চিরুনিতে উঠে আসে। চেষ্টা করবেন দিনে অন্তত তিনবার মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়াতে।
  • মাঝে মাঝে চুলের আগা ট্রিম করাবেন। তাতে আগা ফাটা দূর হবে এবং আপনার চুলের সৌন্দর্য নষ্ট হবে না।
  • চুলে প্রোটিন প্যাক, ডিপ কন্ডিশনিং কিংবা হেয়ার স্পা করতে পারেন। এতে করে চুল থাকে শাইনি এবং চুলে ভাজ পরে না।
  • ডিম, ক্যাস্টর অয়েল ,লেবুর রস ও মধু এক চামচ একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে স্কাল্পে লাগাতে পারেন। খুশকির সমস্যা থাকলে স্কাল্পে লেবু বা পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন -  Raju Srivastav’s Death: মানুষ -কে হাসিয়ে নিজের পরিবারকে কাঁদিয়ে চলে গেলেন, কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব