Dev-Rukmini: পাত্র খুঁজছেন দেব প্রেমিকার জন্য !

Published By: Khabar India Online | Published On:

 রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’ মুক্তি পেতে চলেছে। সেই ছবির প্রচারের কাজেই এই মুহুর্তে ব্যস্ত এই তারকা জুটি। খুব সম্প্রতি রান্নাঘর ও দাদাগিরির মঞ্চে উপস্থিত থাকতে চাইছেন তারা। তবে সম্প্রতি জি বাংলার ‘রান্নাঘর’এ এসে নিজের দীর্ঘদিনের সহবাস সঙ্গিনী ও প্রেমিকা রুক্মিণী মৈত্রর জন্য পাত্র খুঁজবেন দেব।

আরও পড়ুন -  Neha Amandeep: চোখে জল আসবে, অভিনেত্রী নেহার কাহিনী, ঘরবন্দি থাকতেন মানসিক অবসাদে

টেলিভিশনের পর্দায় রান্নাঘরের একটি প্রোমো ভাইরাল হয়েছে, যেখানে রান্নাঘরে উপস্থিত থাকতে দেখা যাবে দেব ও রুক্মিণী মৈত্রকে। মটন কিশমিশ মিঠা কাবাব বানাতে দেখা যাবে অভিনেত্রীকে। খাবারটি যে দারুন খেতে হয়েছিল, তা নিজেই স্বীকার করেছেন দেব।

আরও পড়ুন -  শাশুড়ি-জামাইয়ের গোপন সম্পর্ক নিয়ে সাহসী ওয়েব সিরিজ, প্রাইভেসি রেখে উপভোগ করুন উত্তেজনাপূর্ণ গল্প!

রান্নাঘরের সঞ্চালিকা সুদিপা চ্যাটার্জীর সাথেও চুটিয়ে আড্ডা। তবে হঠাৎ করে রান্নাঘরে এসে নিজের দীর্ঘদিনের প্রেমিকার জন্য কেন পাত্র খুঁজছেন অভিনেতা? আসলে পুরোটাই মজার ছলে। তাকে বলতে শোনা যাবে, রান্না জানে, দেখতেও সুন্দর, আবার লম্বাও। এমন পাত্রী যদি কেউ খুঁজে থাকেন তারা যোগাযোগ করতে পারেন।

সম্প্রতি এই প্রোমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতে।

আরও পড়ুন -  Shruti Das: টেলিপাড়ায় ফিরলেন শ্রুতি, কাটোয়া থেকে ‘রাঙা বউ’ হয়ে!