Dev-Rukmini: পাত্র খুঁজছেন দেব প্রেমিকার জন্য !

Published By: Khabar India Online | Published On:

 রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’ মুক্তি পেতে চলেছে। সেই ছবির প্রচারের কাজেই এই মুহুর্তে ব্যস্ত এই তারকা জুটি। খুব সম্প্রতি রান্নাঘর ও দাদাগিরির মঞ্চে উপস্থিত থাকতে চাইছেন তারা। তবে সম্প্রতি জি বাংলার ‘রান্নাঘর’এ এসে নিজের দীর্ঘদিনের সহবাস সঙ্গিনী ও প্রেমিকা রুক্মিণী মৈত্রর জন্য পাত্র খুঁজবেন দেব।

আরও পড়ুন -  TRP: ব্যাপক পরিবর্তন টিআরপি তালিকায়, জোর টক্কর দুই জি কন্যার, সেরা লড়াইয়ে

টেলিভিশনের পর্দায় রান্নাঘরের একটি প্রোমো ভাইরাল হয়েছে, যেখানে রান্নাঘরে উপস্থিত থাকতে দেখা যাবে দেব ও রুক্মিণী মৈত্রকে। মটন কিশমিশ মিঠা কাবাব বানাতে দেখা যাবে অভিনেত্রীকে। খাবারটি যে দারুন খেতে হয়েছিল, তা নিজেই স্বীকার করেছেন দেব।

আরও পড়ুন -  Tiyasha Roy: হট প্যান্টে তুমুল ঝড় তুললেন ‘কৃষ্ণকলি’র শ্যামা, ভিডিও দেখুন !

রান্নাঘরের সঞ্চালিকা সুদিপা চ্যাটার্জীর সাথেও চুটিয়ে আড্ডা। তবে হঠাৎ করে রান্নাঘরে এসে নিজের দীর্ঘদিনের প্রেমিকার জন্য কেন পাত্র খুঁজছেন অভিনেতা? আসলে পুরোটাই মজার ছলে। তাকে বলতে শোনা যাবে, রান্না জানে, দেখতেও সুন্দর, আবার লম্বাও। এমন পাত্রী যদি কেউ খুঁজে থাকেন তারা যোগাযোগ করতে পারেন।

সম্প্রতি এই প্রোমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতে।

আরও পড়ুন -  Barrackpore-Sealdah Rail Block: রেল অবরোধ ব্যারাকপুরে, শিয়ালদহ মেইন শাখায় বন্ধ সমস্ত ট্রেন, ব্যাপক দুর্ভোগ নিত্য যাত্রীদের