Eid: পবিত্র ঈদ উপলক্ষ্যে দুঃস্থ অসহায় মানুষকে বিনামূল্যে পোশাক বিতরণ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, বীরভূমঃ   বেশ কয়েক বছর ধরে পবিত্র ঈদ উপলক্ষ্যে দুঃস্থ অসহায় মানুষকে বিনামূল্যে পোশাক বিতরণ করে চলেছে রামপুরহাটের মমতাময় মানবিক স্টল।এবারও তার ব্যতিক্রম হল না। এদিন রবিবার রামপুরহাট পাঁচ মাথায় মমতাময় মানবিক স্টলের উদ্যোগে বিনামূল্যে শাড়ির হাটের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন রাজ্যের ডেপুটি স্পীকার তথা বিধায়ক ডক্টর আশিস ব্যানার্জি।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দাম হেরফের হলো কলকাতায়, বাড়লো নাকি কমলো দাম

মমতাময় মানবিক স্টলের কর্ণধার আব্দুর রেকিব বলেন, আমরা শুধু ঈদ দুর্গাপূজায় নয়, সারা বছর ধরে গরিব দুঃস্থ মানুষের পাশে থেকে সাধ্যমতো সাহায্যের চেষ্টা করে থাকি।আপনাদের সাহায্য সহযোগিতায় আগামীদিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করি।

আরও পড়ুন -  Natyamela: কার্নিভালের মেজাজে নবম চর্যাপদ নাট্যমেলা