37 C
Kolkata
Friday, May 17, 2024

লকডাউনে ১৩৪ জনকে আটক করেছে পুলিশ

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ করোনা ভাইরাস ক্রমশং ভয়ঙ্কর আকার নিয়েছে এই রাজ্যে, সংক্রমণ আটকাতে সরকার এবার কড়া পদক্ষেপ নেবার সিদ্ধান্ত নিয়েছেন। লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া মনোভাব গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক থানাতে। করোনা ভাইরাস সংক্রমন ছড়ানো আটকাতে চলতি সপ্তাহে দুইদিন লকডাউনের ঘোষণা করেন এবং অন্যান্য দিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্য্যন্ত বাজার খোলার অনুমতি দিয়েছেন। সরকার এবার লকডাউন সফল করতে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে, বিভিন্ন এলাকায় পুলিশ প্রশাসন কড়া নজরদারি বাড়িয়েছে। সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও লকডাউনের নির্দেশ অমান্য করে রাস্তায় বার হতে দেখা গেছে প্রয়োজনীয় কাগজ দেখাবার পর পুলিশ তাদের পরীক্ষার পর যেতে দিলেও বিনা প্রয়োজনে সরকারি নির্দেশ অমান্যকারীদের আটক এবং ফাইন করেছে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্য্যন্ত আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানান হয় আসানসোল দূর্গাপুর অঞ্চলে ১৩৪ জনকে লকডাউন আইন ভঙ্গকারিকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন -  একটুকু ভালোবাসা........

Latest News

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা।  তা হলে এটা সত্যি হলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img