Tolabaaz: এবার উলোট পুরাণ হাওড়ায়, তোলাবাজকে গণধোলাই দিলেন মহিলারা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ   এবার উলোট পুরাণ হাওড়ায়। তোলাবাজকে গণধোলাই দিলেন মহিলারা।

তোলা চাইতে এসে মহিলাদের হাতে গণধোলাই এক ব্যক্তিকে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া থানার অন্তর্গত হাওড়া ময়দানে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকায় বাড়ি তৈরি কাজ শুরু হলে রমেশ জয়সোয়াল নামে স্থানীয় এক ব্যক্তি মোটা টাকা দাবি করেন। অভিযোগ উনি নিজেকে আরটিআই অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচয় দিয়ে প্রোমোটারদের হুমকি দিতেন এবং টাকা দাবি করতেন। কখনো নিজে কখনো বা লোক পাঠিয়ে বাড়ির মালিকদের থেকে টাকা তুলতেন।

আরও পড়ুন -  Aparajita Adhya: ‘বেশরম’ হয়ে গেলেন লক্ষ্মী কাকিমা, শাড়ি ব্লাউজ ছেড়ে নাইট ক্লাবে, ভক্তরা পাগল হলেন

শুক্রবার দুপুরে ওই এলাকায় ঢুকে বাড়ির মালিকদের থেকে টাকা দাবি করলে মহিলাদের সঙ্গে বচসা শুরু হয়। এরপরই মহিলাদের গালিগালাজ করে বলে অভিযোগ। এরপর মহিলারা রেগে গিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করেন। পরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। হাওড়া থানার পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আরও পড়ুন -  Vande Bharat Express: মাত্র ৩০ টাকায় বন্দে ভারত এক্সপ্রেসে সফরের সুযোগ, ভারত সরকারের নতুন স্কিম ঘোষণা