Yash-Nusrat: প্রশংসায় পঞ্চমুখ সৌরভ, যশ – নুসরত এর জুটির ! দাদাগিরির মঞ্চে

Published By: Khabar India Online | Published On:

 যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)এর সম্পর্ক নিয়ে অনেক  চর্চা হয়েছে।   গোপনে বিয়ে করেছেন যশ ও নুসরত। কারণ নুসরত, যশের জন্মদিনে তাঁকে স্বামী বলে সম্বোধন করেছেন। সম্প্রতি ‘দাদাগিরি আনলিমিটেড’-এর মঞ্চে এসেও একে অপরকে ভালোবাসার কথা বললেন যশ ও নুসরত।

মঙ্গলবার ভাইরাল হয়েছে ‘দাদাগিরি আনলিমিটেড’-এর বিশেষ পর্বের প্রোমো। তাতে দেখা যাচ্ছে, শোয়ের সঞ্চালক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)র মুখোমুখি হয়েছেন বিতর্কিত জুটি ‘যশরত’।

আরও পড়ুন -  কাজলের সঙ্গে চুটিয়ে রোমান্স করলেন প্রদীপ পান্ডে, বাচ্চাদের সামনে দেখবেন না

 যশের পরনে ছিল স্লেট রঙের সিকুইনড ব্লেজার। নুসরত পরেছিলেন সাদা রঙের শিফন যার পাড় ছিল কালো রঙের অথচ জমকালো। যশ ও নুসরতকে দেখে বোঝা যাচ্ছিল, তাঁদের সন্তান ঈশান (Yishaan J.Dasgupta)-র জন্ম তাঁদের ভালোবাসাকে আরও শক্তিশালী করে তুলেছে। তা চোখ এড়ায়নি সৌরভেরও। তিনি জানতে চেয়েছেন, কে বেশি পজেসিভ ! যশ ও নুসরত জানালেন, তাঁরা একে অপরকে চোখে হারান। সৌরভের মতে, সম্পর্ক একেই বলে।

 পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় (Shubhankar Chatterjee) জানিয়েছেন, ‘দাদাগিরি আনলিমিটেড’- এর আগামী পর্ব দম্পতিদের নিয়ে। ফলে নির্মাতাদের মনে হচ্ছিল, যশ ও নুসরতকে এই পর্বে আমন্ত্রিত করা উচিত। কারণ তাঁরা যথেষ্ট চর্চিত জুটি হয়েও এখনও অবধি কোনো রিয়েলিটি শোয়ের মঞ্চে আসেননি।

আরও পড়ুন -  এবার গুগলে ব্লু টিক