BJP: নির্যাতিতার বাড়িতে বিজেপির প্রতিনিধি দল, অভিযুক্তের কড়া শাস্তির দাবি

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটিঃ   নৈহাটিতে নির্যাতিতার বাড়িতে বিজেপির প্রতিনিধি দল।

পাড়ারই এক ব্যক্তির কাছে ধর্ষিতা এক নাবালিকা। অভিযোগ, বাঁশবাগানে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করেছে। নৈহাটি থানার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বড়া কালিতলা এলাকার ঘটনা। অভিযুক্তের নাম তাপস কুন্ডু।

আরও পড়ুন -  মালাইকা ছেলেকে যৌনজীবন নিয়ে প্রশ্ন করলেন! ছিছি করছে মালাইকা-কে

ওইদিন সন্ধেতে ঘটনাটি চাউর হওয়ার পর, অভিযুক্ত ব্যাক্তিকে এলাকার লোকজন পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। রাতেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তাপস কুন্ডুর বিরুদ্ধে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে নির্যাতিতার বাড়িতে যান বিজেপির প্রতিনিধি দল। সেই দলে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি ও ব্যারাকপুর জেলার মহিলা মোর্চার সভানেত্রী পিয়ালী দুবে। আইনি সহায়তা -সহ দরকারে তারা নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন। নির্যাতিতার বাড়ি থেকে বিজেপির প্রতিনিধি দল নৈহাটি থানায় যায়। সেখানে তারা থানার অধিকারিকের সঙ্গে ধর্ষণের ঘটনা নিয়ে কথা বলেন। তারা অভিযুক্তের কড়া শাস্তির দাবি করলেন।

আরও পড়ুন -  Asia Cup 2022: শ্রীলংকার কাছে পাকিস্তান হারতেই উৎসব পালন করলেন আফগানরা, ভিডিও দেখুন