Sri Ramakrishna – Vivekananda: কথায় গানে শ্রীরামকৃষ্ণ – বিবেকানন্দ স্মরণে সঙ্গীত ও আলোচনা

Published By: Khabar India Online | Published On:

কথায় গানে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ স্মরণে সঙ্গীত ও আলোচনা।

সত্যজিৎ চক্রবর্তী, হাওড়াঃ   কদমতলা, হাওড়া, ১লা বৈশাখে বাংলা বছরের প্রথম দিনে শুধু নববর্ষ পালন নয়, শ্রীরামকষ্ণ বিবেকানন্দ স্মরণে দিনটি উজ্জ্বল করল বাংলা লাইভ সংবাদপত্র। হাওড়ার অনাথবন্ধু সমিতি ভবনে উৎযাপিত হোল এই অনুষ্ঠান। সঙ্গীত ও আলোচনায় সম্পৃক্ত ছিল এই স্মরণীয় অনুষ্ঠানটি। প্রধান আলোচক ছিলেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের পক্ষে স্বামী সুরোত্তমানন্দজী মহারাজ। স্বামীজীকে বরণ করে নেন বানিব্রত কাঁড়ার। রামকৃষ্ণ ভক্তিগীতি পরিবেশন করেন সুশান্ত দত্ত ও সম্প্রদায় এবং অন্যান্য শিল্পীগণ।কয়েক শত ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেদের রামকৃষ্ণ ভাবধারায় সিক্ত করেন। ভক্তদের প্রসাদ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

আরও পড়ুন -  Phone Hang: ফোন হ্যাং-এর সমস্যা থেকে মুক্তি'র উপায়