Dev-Megha: পিলুর সঙ্গে ভরপুর রোমান্স দেবের গঙ্গাবক্ষে, ভিডিও ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

 পয়লা বৈশাখ উপলক্ষ্যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সারাদিন ধরে চলেছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান। জি বাংলার বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেলের একঝাঁক শিল্পী ও সঞ্চালনার ভূমিকায় ছিলেন দেব (Dev) ও পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)। এবার ‘পিলু’ মেঘা দাঁ (Megha Daw) শেয়ার করেছেন একটি ইন্সটাগ্রাম রিল।

আরও পড়ুন -  ঘনিষ্ঠ হতে গিয়েই চরম অঘটন, ঘনিষ্ঠ দৃশ্যের এই সিরিজ দরজা খুলে দেখা যাবে না

মেঘার শেয়ার করা ইন্সটাগ্রাম রিলে দেখা যাচ্ছে, বর্ষবরণ অনুষ্ঠানের শুটিং চলছে। দেব, মেঘাকে শিখিয়ে দিচ্ছেন, কি করে শুটিং করতে হবে। মাঝে বসে রয়েছেন পরাণ। তাঁর পরনে সাদা ধুতি-পাঞ্জাবি।

দেব পরেছেন লাল-সাদা রঙের পাঞ্জাবী ও ধুতি। মেঘা রয়েছেন পিলুর সাজেই। তাঁর পরনে রয়েছে গোলাপি রঙের শাড়ি। ব্যাকগ্রাউন্ডে ‘কি করে তোকে বলব’ গানটি বাজছে। গানের সাথে ডুয়েট নাচছেন মেঘা ও দেব। ইন্সটাগ্রাম রিলটি শেয়ার করে মেঘা ক্যাপশন দিয়ে লিখেছেন, অনুষ্ঠানটি সম্প্রচার হওয়ার দিনক্ষণ।
অনুষ্ঠানটির শুটিং হয়েছে গঙ্গাবক্ষে একটি ক্রুজে। এই দিনের অনুষ্ঠানকে গানে গানে ভরিয়ে দিয়েছেন ইমন চক্রবর্তী (Imon Chakraborty), সোমলতা (Shomlata) রা। উপস্থিত ছিলেন বাংলা ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’ ও ‘ভূমি’-র সদস্যরা।

 

View this post on Instagram

 

A post shared by M e G h A D a W (@megha_daw_official)

জি বাংলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রাণী হালদার (Indrani Halder)।

আরও পড়ুন -  স্কুল জীবন: একটি স্মরণীয় অধ্যায়