Facebook Trinamool Family: ফেসবুক তৃণমূল পরিবার – ফ্যামের উদ্যোগে, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসেবার আদর্শকে পাথেয় করে আজ দার্জিলিং জেলা ফেসবুক তৃণমূল পরিবার – ফ্যামের উদ্যোগে রাঙ্গাপানি পুরানো বাস বাজার এলাকায় স্বামী বিবেকানন্দ ক্লাবের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। ১৫০এরও অধিক মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা করে দেন ফ্যামের ডাক্তার – এডমিনরা।

আরও পড়ুন -  প্রচণ্ড গরমে কীভাবে শুটিং করছেন জগদ্ধাত্রী ও গীতা!

উক্ত অনুষ্ঠানে শেষে দার্জিলিং জেলা ফ্যামের এডমিন অজিত বন্দ্যোপাধ্যায় জানান আমরা সাধারণ মানুষের সেবার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারাকে ছড়িয়ে দেবার চেষ্টা করছি। আগামী দিনে দার্জিলিং জেলায় সোশ্যাল মিডিয়ায় তৃণমূল মনোভাবাপন্ন সকল কর্মী সমর্থকদের একজোট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের আগামী প্রধানমন্ত্রী হিসেবে আমরা তুলে ধারার চেষ্টা করব।

আরও পড়ুন -  BHOJPURI: গভীর রাতে পাতলা গোলাপি শাড়ি পরে নিরাহুয়ার সঙ্গে এই ভাবে রোমান্স করলেন আম্রপালি, ভাইরাল হল ভিডিও

ফ্যাম সভাপতি দেবতোষ চন্দ জানান “উত্তরবঙ্গের যেই সকল বিজেপি কর্মীরা রাজ্যের উন্নয়ন দেখতে পাচ্ছে না, দরকার পড়লে তাদের জন্য আলাদা করে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করে দেব। এমনকি দরকার পড়লে আমরা তাদের ছানি অপারেশন করে দেব যাতে তারা উন্নয়ন দেখতে পায়। নাহলে মোদি মোদি করতে গিয়ে ওরা পেট্রোলের দাম ১০০ পার দেখতে পায়নি, রাজ্য দেশের মধ্যে ১ নম্বরে এসে গেছে দেখতে পাচ্ছে না, তাই দরকার পড়লে তাদের ছানি অপারেশন করিয়ে দেব আমরা।”

আরও পড়ুন -  Jeetu Kamal: সমালোচনার মুখে জিতু, ভিডিও প্রকাশ্যে আসতেই