Gates Of Hell: নরকের দ্বার খুলে গেছে! ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়া

Published By: Khabar India Online | Published On:

নরকের দ্বার খুলেছে। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়া। এর জন্য কি কোনও দুর্ঘটনা ঘটতে চলেছে?

ক্যালিফোর্নিয়ার পূর্বে অবস্থিত নাপা ভ্যালিতে দেখা গেছে এই ‘নরকের দ্বার’। সম্প্রতি লেক বেরিয়াসা জলাধারের মাঝে এই নরকের দরজা চোখে পড়েছে। ১৯৫০ সালেই নাকি এখানে এই দ্বার প্রথম দেখা গিয়েছিল। সেই থেকেই জায়গাটিকে ‘পোর্টাল টু হেল’ বলে চিহ্নিত করেছে।

আরও পড়ুন -  France: জেলেনস্কির সঙ্গে বৈঠকে মাখোঁ এবং শলৎস, ফ্রান্সে

 কোনও যুক্তিগ্রাহ্য মানুষ এই কথা মেনে নিতে পারবে না। এটা পুরোটাই রূপকথা। লেক বেরিয়েসায় জলধারণ ক্ষমতা ৫২০ কোটি গ্যালন। এখানে জল বেশি হলেই তা ওই পোর্টাল টু হেল এর মধ্যে ঢুকে পড়ে। তখন জলের উপরিস্তরে তৈরি হয় এক ভয়ানক ঘূর্ণি।

আরও পড়ুন -  Gold Price Today: ব্যাপক হেরফের সোনার দামে, আজ কত দাম চলছে সোনালী ধাতু?

বিশেষজ্ঞের মতে, যখন এই বাঁধ ও জলাধার তৈরি করা হয় তখনই অতিরিক্ত জলস্রোত নিয়ন্ত্রণ করতে কতগুলি সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। পরে সেই সুড়ঙ্গই এই গর্তে পরিণত হয়। যা প্রকারান্তরে নরকের দ্বার হিসেবে ‘খ্যাত’ হয়। সূত্র: জি নিউজ / ছবি: জি নিউজ

আরও পড়ুন -  Guinness Book: গিনেস বুকে মেসি, টপকে গেলেন রোনালদোকে