Suvo Baishakh: প্রাণময় ও ঐশ্বর্যময় হোক ১৪২৯ বঙ্গাব্দ

Published By: Khabar India Online | Published On:

শুভ নববর্ষ
বর্ণিল আলোকে উজ্জ্বল, প্রাণময় ও ঐশ্বর্যময় হোক ১৪২৯ বঙ্গাব্দ।
এসো হে নতুন, এসো রঙিন আলোয়
ভেসে চলি আজ অসীমের মুক্ত ভেলায়,
জলরঙে আঁকি জীবনের ছবি মিশ্র অনুরাগে

মডেল- সোমা রায়। মেকআপ আর্টিস্ট- আলিভা চন্দ। ছবিঃ সৌমিত্র মৌলিক।

বাংলা নববর্ষ। বছরকে বরণ করে নিচ্ছে সমগ্র বাঙালি। সেই সাথে গ্রীষ্মের প্রচণ্ড গরম। কেমন সাজে সাজাবেন নিজেকে, কেমন করে সাজলে আরামেই কাটবে সারাদিন?

আরও পড়ুন -  Web Series: উল্লুর এই ওয়েব সিরিজ, গরমের দিনে আরও গরম বাড়িয়ে দেবে, একদম একলা দেখবেন
মডেল- সোমা রায়

গরম থেকে বাঁচতে চুল বেঁধে রাখুন। খোঁপা, বেনি, পনিটেইল করে স্টাইলিশভাবে বেঁধে নিতে পারেন চুল। সাথে গেঁথে নিতে পারেন পোশাকের সাথে মানানসই একটি ফুল। এতে অনেক বেশি সুন্দর ও সতেজ লাগবে।

মেকআপ এর জন্য ত্বকের ধরণ অনুযায়ী বেঁছে নিতে পারেন ভালো মানের ফাউনডেশন। মেকআপ করার পর গালের পাশে করে নিতে পারেন কনটুরিং। এরপর ভালোভাবে মেকআপ সেট করার জন্য লাগিয়ে নিতে হবে সেটিং পাউডার এবং ভালো মানের সেটিং স্প্রে। ফলে সারাদিন বাইরে থাকলেও আপনার মেকআপ থাকবে একদম পারফেক্ট।

আরও পড়ুন -  গরমকালের সুখী দিনের কবিতা

চোখের সাজটা যত হালকা হবে ততই আপনার সাজটা দিনের বেলা ফুটে ওঠবে। তাই ড্রেসের সাথে ম্যাচিং করে হালকা আইশ্যাডো ব্যবহার করে নিতে পারেন। তবে আইশ্যাডো ব্যবহার না করলেও ব্যবহার করে নিতে পারেন আইলাইনার অথবা কাজল। ঠোঁটের সাজ।

আরও পড়ুন -  LPG Cylinder: মাত্র ৭৫০ টাকায় গ্যাস বুক করুন এই পদ্ধতিতে, বিস্তারিত জানুন

মেকআপটা যেহেতু হালকা হবে সেহেতু গাঢ় রঙের লিপস্টিক সুন্দর মানাবে। তাই মেরুন, গোলাপি, ওয়াইন, লাল কিংবা জামার সাথে মিলিয়ে পছন্দের যেকোনো শেডের লিপস্টিক পরতে পারেন। খবর ইন্ডিয়া অনলাইন নিউজ পোর্টাল এর পক্ষ থেকে সকলকে শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা।