Aay Khuku Aay: প্রকাশ্যে এল ছবির টিজার, ‘আয় খুকু আয়’

Published By: Khabar India Online | Published On:

পরনে লাল-সাদা চেক শার্ট আর লুঙ্গি, মাথায় টাক, মুখে সাদা দাঁড়ি- নববর্ষের দিন টলিউডের ইন্ডাস্ট্রিকে এই চেহারায় দেখে চমকে যাওয়ারই কথা। আসলে এটি বুম্বাদার আসন্ন ছবির লুক। ‘সুইৎজারল্যান্ড’ খ্যাত পরিচালক শৌভিক কুণ্ডুর আসন্ন ছবি ‘আয় খুকু আয়’-তে দিতিপ্রিয়ার বাবার ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন -  বাইরে থেকে ঘরে ফিরে এই নিয়ম মেনে চলুন

 প্রকাশ্যে এল ছবির টিজার। বাবা মেয়ের সম্পর্কের নানা দিক ঘিরেই এগোবে ছবির গল্প। ২৭ মে মুক্তি পেতে চলেছে ‘আয় খুকু আয়’। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মিথিলাকে। টিজারের শুরুতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-কে দেখা গেল তার বাড়ি ‘উৎসব’-এ। সেখানে এক খুদে বুম্বা অ্যাঙ্কেল’কে প্রশ্ন করে আজ অবধি তুমি ক’টা ছবিতে অভিনয় করেছো? সেই প্রশ্নের জবাব নেই তারকার কাছে। তবে তিনি জানান, ‘কিছু চরিত্র ছেড়ে যেতে চায় না’।

আরও পড়ুন -  Suhana Khan: সুহানা খান আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন, এবার একটি গোলাপি শাড়ি পরে ‘ধক ধক করনে লাগা’ গানে নেচে

অভাবের সংসার দুজনের, একা-বাবা কেমনভাবে বাবা-মা উভয়ের দায়িত্ব পালন করে একা হাতে বড় করে তুলছে সমাজের গঞ্জনা সহ্য করে তাই উঠে আসবে ছবিতে। খুকুর ছোট থেকে বড় হয়ে উঠার গল্প বলবে এই ছবি, মেয়েকে হাত ধরে বিয়ের মণ্ডপেও পৌঁছে দেবেন বাবা। তারপর? সেটা জানতে অপেক্ষা করতে হবে। ‘আয় খুকু আয়’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন জিৎ। আর কিছুদিন অপেক্ষা।

আরও পড়ুন -  রেলের ৩১শে মার্চ থেকে বিশেষ ট্রেন পরিষেবা বন্ধ সংক্রান্ত সোশ্যাল মিডিয়ার খবর বিভ্রান্তিকর