ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জো রুট। শুক্রবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অ্যাশেজে বাজে ফলাফলের পর থেকেই জো রুটকে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চাপ দেয়া হয়। কারণ অজিদের কাছে ৪-০ ব্যবধানে হার মানতে পারছিলেন না অনেকেই। তার ওপর ওয়েস্ট ইন্ডিজেও পরাজয়। সব মিলিয়ে বড় চাপে ছিলেন রুট। সেই কারণে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ব্যর্থতার কারণে অধিনায়কত্ব ছাড়লেও টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার এবং জয়ের রেকর্ড তার দখলেই। ৬৪ টেস্টে ২৭ জয় এসেছে তার নেতৃত্বে। এর আগে ২৬টি জয় নিয়ে শীর্ষে ছিলেন মাইকেল ভন।