Twitter: ইলন মাস্ক, টুইটার কিনে নিতে চায়

Published By: Khabar India Online | Published On:

 মাস্ক এখন বলছেন, টুইটারে ইতিবাচক ও কার্যকর কোনো পরিবর্তন দেখতে চাইলে প্রতিষ্ঠানটিকে ব্যক্তিমালিকানাধীন হতে হবে।

মাস্ক টুইটার কেনার আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছেন বৃহস্পতিবার। এতে টুইটারের প্রতিটি শেয়ারের জন্য ৫৪ ডলার ২০ সেন্ট করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। মাস্কের প্রস্তাবিত শেয়ার মূল্য ১ এপ্রিলে টুইটার শেয়ারমূল্যের ওপর ৩৮ শতাংশ প্রিমিয়াম ধরা হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দাম নিম্নমুখী, আজ দরদাম কেমন?

মাস্ক টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন, সে খবর প্রকাশের আগে লেনদেনের শেষ দিন ছিল ১ এপ্রিল।

আর্থিক সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান ‘রেফিনিটিভ’-এর দেওয়া তথ্য অনুযায়ী, টুইটারের বিক্রয়যোগ্য শেয়ারের সংখ্যা ৭৬ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ধরে মাস্কের প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন -  আত্মসমর্পণ বাংলাদেশের ভারতের কাছে, ঈশান কিশন ও বিরাট কোহলির ব্যাটের দাপটে

সপ্তাহের শুরুতেই টুইটারের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মাস্ক। পরিচালক পদে যোগ দিলে সর্বোচ্চ ১৪.৯ শতাংশ শেয়ার মালিকানার সীমাবদ্ধতায় পড়তেন তিনি। মাস্ক সে প্রস্তাব প্রত্যাখান করার পর থেকেই জোর শঙ্কা ছিল, সব শেয়ার কিনে নিয়ে টুইটারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করতে পারেন তিনি।

আরও পড়ুন -  Joe Biden: বাইডেনের দাবি, টুইটার মিথ্যা খবর ছড়ায়

টুইটার ক্রয়ের প্রস্তাব প্রসঙ্গে টুইটার চেয়ারম্যান ব্রেট টেইলরকে লেখা এক চিঠিতে মাস্ক বলেছেন, “বিনিয়োগের পর আমি এটা উপলব্ধি করেছি যে এই কোম্পানি বর্তমান কাঠামোয় না উন্নতি লাভ করবে, না সামাজিক দায়বদ্ধতা পূরণ করতে পারবে। একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর প্রয়োজন টুইটারের।”

প্রতিক্রিয়া জানতে রয়টার্সের আহ্বানে সাড়া দেয়নি টুইটার।