Ranbir Kapoor: রণবীর, মাদক ছাড়লেন কী ভাবে?

Published By: Khabar India Online | Published On:

মাত্র ১৫ বছর বয়স থেকে তামাক সেবন করতেন রণবীর কাপুর। কলেজ জীবনে বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়েন। নানা ধরনের মাদক সেবন করে দেখেছেন। এতে তাঁর শরীরে ক্ষতি হয়েছে। মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়েছিলো। এখন আর মাদক ছুঁয়ে দেখেন না। কীভাবে নেশা ছেড়ে বেরিয়ে এলেন রণবীর নিজেই জানিয়েছেন সে তথ্য।

আরও পড়ুন -  পায়ে ও কোমরে চোট পেয়ে হাসপাতালে মমতা, হেলিকপ্টারে জরুরি অবতরণ

সঞ্জয় দত্তের জীবনীচিত্র ‘সঞ্জু’-তে অভিনয় করার সময়ে ২০১৮ সালে নিজের মাদকাসক্তি নিয়ে কথা বলেন রণবীর। তিনি জানান, কলেজের পর ধীরে ধীরে মাদকের ক্ষতি সম্পর্কে ধারণা তৈরি হতে শুরু করে। অনেক দিনের চেষ্টায় মাদক ছেড়ে দেন রণবীর। কিন্তু রণবীরের কথায়, এখন আমি অন্য নেশায়। তামাক। সিগারেট। যেটা আরও ক্ষতিকর। কিন্তু সেটা এখনও ছাড়তে পারিনি।

আরও পড়ুন -  Ranjit Mallick: ৭৬ বছর বয়সে ‘লাভ ম্যারেজ’ করছেন রঞ্জিত মল্লিক, রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে

সিগারেটের পাশাপাশি মিষ্টির প্রতিও প্রবল আসক্তি রণবীরের। সেই স্বীকারোক্তিতেও পিছপা হননি তিনি।

রণবীরের নেশার তালিকায় মদও রয়েছে। মাঝে মধ্যে খুব বেশি মদ্যপান করে ফেলেন বলে জানিয়েছিলেন। তিনি বলেন, আমার পরিবারের সদস্যদের ক্ষেত্রে দেখেছি, তাদের জীবনে এই মদ কুপ্রভাব ফেলেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যখন আমার শ্যুটিং চলবে, মদ ছুঁয়েও দেখবো না। যখন কাজ থাকবে না, অবসরে মদ্যপান করবো।

আরও পড়ুন -  Flying Taxi: আকাশে উড়ল ট্যাক্সি দুবাইয়ে

 (১৪ এপ্রিল) আলিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা।