রাখি বন্ধন উৎসব

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ একটু অন্যরকম ভাবে রাখি বন্ধন উৎসব পালন করে নেশা মুক্ত সমাজ গড়ার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করল প্রয়াস ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মূলত এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কালো অন্ধকার নেশার জগত ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসা যুবকদের নিয়ে রাখিবন্ধন উৎসব পালনের আয়োজন করল এই স্বেচ্ছাসেবী সংস্থা। ইংরেজ বাজারের গাবগাছি এলাকায় নিজস্ব সেন্টারে এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল সোমবার। এই NGO সংস্থার সেক্রেটারি সুমন দাস গুপ্ত জানান, নেশা মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে তাদের NGO দিনরাত এক করে লড়ে চলেছে। বিগত দিনে যারা নেশা করতেন তাদের সংযত করে এই সেন্টারে সুন্দর এক চিকিৎসার ব্যবস্থা করে আস্তে আস্তে তাদের মূলস্রোতে ফিরিয়ে আনা হচ্ছে। এখন প্রায় তারা সুস্থ। আমরা চাই রাখি বন্ধন উৎসবের মতো প্রত্যেকটা উৎসবে তারা যাতে আর চারটে সাধারন মানুষের মত শামিল হতে পারে এবং নেশার কবল থেকে যাতে তারা বেরিয়ে আসে তার প্রয়াস চালিয়ে যাচ্ছে তাদের NGO। তাই আজ তাদের নিয়ে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হল এবং এই রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে তারা ঐক্যবদ্ধ হলেন এই নেশার কবল থেকে বেরিয়ে মূলস্রোতে ফিরে আসবে।

আরও পড়ুন -  Durga Pujo: থিম "বধনে বন্ধন, আয় আরো বেঁধে বেঁধে থাকি"