Chapra: চাপড়ায় তৃণমূল নেত্রী’র গাড়ি লক্ষ্য করে গুলি

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, নদীয়াঃ   চাপড়ায় তৃণমূল নেত্রী’র গাড়ি লক্ষ্য করে গুলি।

চাপড়া ব্লক তৃণমূল বঙ্গ জননী সভানেত্রী ও তার স্বামী কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা। গুলির আঘাতে ভাঙলো গাড়ির কাঁচ। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়া থানার গোয়ালডাঙ্গা খালের কাছে।

আরও পড়ুন -  ছয় রাজ্যের মূখ্যমন্ত্রীদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠক

গতকাল রাত বারোটা নাগাদ বাড়ি ফেরার পথে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। পরপর দুই রাউন্ড গুলিতে গাড়ির দুই জায়গায় কাঁচ ফুটো হয়ে যায়। গাড়ির ভেতরে থেকে গুলি উদ্ধার করেছে চাপড়া থানা পুলিশ। রাজ্যের একের পর এক খুনের ঘটনার পর চাপড়ার তৃণমূল নেত্রীর গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ালো। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার বা আটক হয়নি।

আরও পড়ুন -  Sri Lanka: দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে রাজাপাকসে সরকার, শ্রীলঙ্কায়