Vishwa Hindu Parishad: বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির রাস্তা অবরোধকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, হাওড়া ময়দান চত্বরে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ   বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির রাস্তা অবরোধকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো হাওড়া ময়দান চত্বরে। সোমবার দুপুরে বঙ্গবাসী মোড়ে রাস্তা অবরোধ করতে গেলে এই নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা শুরু হয়।

আরও পড়ুন -  মউ-এ আর্মি ওয়ার কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন

ব্যাপক লাঠিচার্জ করে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ দিয়ে মুহূর্তের মধ্যে অবরোধকারীদের হটিয়ে দেয় পুলিশ। দোকান ভাঙচুরের চেষ্টা করে অবরোধকারীরা। পরে হাওড়া ময়দানের বঙ্গবাসী মোড়ে বসে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। উল্লেখ্য, রবিবার হাওড়ার শিবপুরে বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর একটি মিছিলের উপরে হামলার প্ররিবাদে এদিন হাওড়া ময়দানে প্রতিবাদ ধর্নার আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। সেই সময়েই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে এলাকা খালি করে দেয়।

আরও পড়ুন -  Post Office Scheme: এই প্রকল্পে ধনী হয়ে যাবেন মহিলারা