Twitter: ইলন মাস্ক, টুইটারের পরিচালনা পর্ষদে যোগ দিচ্ছেন না

Published By: Khabar India Online | Published On:

টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। তবে এখনই টুইটারের পরিচালনা পর্ষদে যোগ দিচ্ছেন না বলে জানা গেছে। উক্ত সোশাল মিডিয়ার প্রধান নির্বাহী পরাগ আগরাওয়াল এ তথ্য জানিয়েছেন।

পরাগ আগরাওয়াল এক টুইটে জানান, মাস্ক তাদের জানিয়েছেন তিনি আপাতত বোর্ডে যোগ দিচ্ছেন না। মাস্ক এখনও টুইটারের সবচেয়ে বড় অংশীদার এবং কোম্পানি সবসময়ই তার মতামতকে গুরুত্ব দেবে।

আরও পড়ুন -  Drunk Kiss: চুম্বনে মত্ত নেহা-রোহনপ্রীত ! ভালোবাসার পরিচয়

২০০৯ সালে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে যোগ দেয়া মাস্ক নিজেও টুইটার ব্যবহারকারী হিসেবে যথেষ্ট সক্রিয়। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা আট কোটির অধিক।

টেসলার অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভক্তদের আভাস দেয়া বা বিভিন্ন ধরনের ঘোষণার জন্য প্রায়ই টুইট করেন মাস্ক। তবে টুইটারের বিভিন্ন নীতিমালার তীব্র সমালোচনাও করেছেন তিনি।

আরও পড়ুন -  বয়স্কদের জন্য বিশেষ স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম পোস্ট অফিস, টাকা থাকবে নিরাপদে

মাস্ক শেয়ার কিনে টুইটারের সবচেয়ে বড় অংশীদারে পরিণত হওয়ায় কী পরিবর্তন আনতে চাইবেন, সেই ভাবনায় দুশ্চিন্তায় পড়েছিলেন এ মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের কর্মীরা।

 শুরুতে কনটেন্ট মডারেশন নীতিমালা নিয়ে কিছু বলেননি মাস্ক। বরং গত সপ্তাহে টুইটারের সাবস্ক্রিপশন সেবায় একাধিক বড় পরিবর্তনের প্রস্তাব করেন তিনি।

আরও পড়ুন -  Jaya Ahsan: নায়িকা জয়া আহসান, ভালোবাসার কথা প্রকাশ্যে বললেন