Harmony: সম্প্রীতির ছবি হাওড়ার পিলখানায়

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ   সম্প্রীতির ছবি হাওড়ার পিলখানায়। রামনবমীর শোভাযাত্রায় অংশ নেওয়া হিন্দু ভাইদের জন্য জলওছত্রের আয়োজন মুসলিম ভায়েদের।

এ এক অন্য ছবি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের ছবি। প্রতি বছরের ন্যায় রামনবমী উপলক্ষে রবিবার সকাল থেকে বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে হাওড়া সদর অঞ্চলে প্রচুর শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেরকমই এক সুসজ্জিত শোভাযাত্রা উত্তর হাওড়ার পিলখানা অঞ্চলে আসতেই এক ভিন্ন চিত্র এদিন ধরা পড়ল।

আরও পড়ুন -  শহরাঞ্চলের স্বশাসিত সংস্থাগুলির সম্পত্তি কর নির্ধারণের বিষয়ে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের সঙ্গে অর্থ কমিশনের বৈঠক

যেখানে মুসলিম ভাইয়েরা হিন্দু ভাইদের জন্য জলওছত্রের আয়োজন করেছিল। সেখানে রামনবমীর মিছিল আসতেই সৌভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেন মুসলিম ভাইয়েরা। রামনবমীর মিছিলে আগত প্রত্যেকের হাতে জলের বোতল তুলে দেন তাঁরা এবং আন্তরিকতার সাথে তাদের সেই জলপান করান।

আরও পড়ুন -  Suicide: ফুলশয্যার পরের ভোরেই আত্মঘাতী হাওড়ার যুবক