উপসংহার

Published By: Khabar India Online | Published On:

উপসংহার

রুমকি আনোয়ার

রুমকি আনোয়ার

জীবনে যখন স্বপ্ন নোঙর করে না
সরে যায় দুপুরের আলো – ছায়া, মেঘ রৌদ্দুর ,
বিকেলের সব ঝরাপাতা সেখানে জড়ো হয়
কিশোরী থেকে নারী হয়ে উঠা ময়ূরাক্ষী চোখ ,
কখনো কখনো ধবল জোছনার এলোকেশে বসত
এটুকু শান্তিই চেয়েছি কেবল , উঠে আসে কৃষ্ণগহ্বর ।
অমাবস্যা গিলে খাক আমার অমরাবতী
দেবতার গৃহে লাল রক্তজবা ,
আমার বুকে কখনো – সখনো আধিয়ার বাস
পোকা – মাকড়েরা খুটে খুটে খেয়ে যায় বিত্ত – বাসনা যত
আমি নির্বিকার , অশ্রুত কান্না সমুদ্র হলেই বা কি আসা -যায়
মৃতের সৎকারে কি হিন্দু কি মুসলিম ।
মেঘ – কণা ভাঙছে কোন শোকে
ফিরে ফিরে আসছে ঘুঙুরের শব্দ যা আমার জন্মের সাথে পরিচিত –
কে ? কে নাচে ! বন্ধ করে দাও সব জলসা ঘর
এখানে এখন পিদিম জ্বালা রাত –
নূপুর চুম্বন গায় , ফেলে দাও তোমার গায়ের রত্নভূষণ
অন্ধকারে লজ্জা থাকা পাপ , অন্ধকারে লজ্জা থাকা পাপ ।।

আরও পড়ুন -  Eyes: যে খাবার গুলো খাবেন চোখের জ্যোতি বাড়াতে