Sunny Leone: অতিথিদের দেয়া খাম খুলে দেখতে হয়েছিল! বিয়ের খরচ মেটানোর জন্যঃ সানি লিওনি

Published By: Khabar India Online | Published On:

 ১১ বছর পার করে ফেলেছেন বলিউড তারকা সানি লিওনি। নিজের এই বিশেষ দিনে বেশ আবেগঘন এক গল্প শেয়ার করেছেন সানি।

বিয়ের দিনের ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে একটি সাদামাটা ছবি আপলোড করে সানি দীর্ঘ ক্যাপশন জুড়েছেন। আরেক ছবিতে দেখা যাচ্ছে বিবাহবার্ষিকী উদযাপনের মুহূর্ত। তবে বিয়ের দিনের গল্প অতটা আনন্দমুখর নয়।

বিয়ের গল্পে এই তারকা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আজ বিয়ের ১১ বছর হলো! তখন আমাদের তেমন অর্থকড়ি ছিল না। অতিথি ছিল ৫০ জনেরও কম। খরচ মেটানোর জন্য অভ্যর্থনাকক্ষে অতিথিদের দেওয়া খাম খুলে দেখতে হয়েছিল।

আরও পড়ুন -  অবশেষে সুখবর, রুক্মিনীর সাথে বিয়ের কথা জানালেন দেব

ফুলেল সাজসজ্জার কিছুই ঠিক ছিল না। মাতাল লোকজন আজেবাজে কথা বলছিল। আমদের বিয়ের কেকও ছিল জঘন্য। একসঙ্গে কত বন্ধুর পথ পাড়ি দিয়েছি, সেসব এখনও জ্বলজ্বলে। আর এর কিছুই সম্ভবত হতো না ভালোবাসা ছাড়া।’

আরও পড়ুন -  Adrit Roy: বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন আদৃত

এমন দুঃখের গল্পের পর সানি জানিয়েছেন বিয়ের গল্পটা তাঁর খুব প্রিয়। ‘আমাদের বিয়ের গল্পটা আমার খুব প্রিয়। কারণ, এটা ছিল একান্ত আমাদের।ঠিক যেমন আমাদের পুরো পথচলা। শুভ বিবাহবার্ষিকী, প্রিয়তম!’

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

সানি লিওন ১৯৮১ কানাডার অন্টারিওর সার্নিয়া নামক শহরের শিখ পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১০ সালে ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ন তারকার একজন নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি এই ক্যারিয়ারের ইতি টেনে অভিনয়ে ক্যারিয়ার গড়েন। অনেক বাধা পেরিয়ে আজ তিনি বলিউডে সফল নাম।

আরও পড়ুন -  Sunny Leone: কেউ শরীর চেপে ধরেছে রাতে, ভক্তদের অভিজ্ঞতা'র কথা জানালেন সানি !