Edit Button: এডিট বাটন চালু করতে যাচ্ছেন টুইটার

Published By: Khabar India Online | Published On:

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার জানিয়েছে, তারা শিগগিরই পরীক্ষামূলকভাবে এডিট বাটন চালু করতে যাচ্ছেন।

বহুদিন ধরে টুইটার ব্যবহারকারীদের দাবির প্রেক্ষাপটে এ বাটনটি চালু করা হচ্ছে। বুধবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

ব্যবহারকারীদের অভিযোগ, তারা যে টুইট করেন, সেগুলো তারা চাইলেও এডিট করতে পারেন না।

আরও পড়ুন -  ২০২৩ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হওয়ার পথে

টুইটার ব্লু পরিচালনা বোর্ডের নতুন সদস্য এলন মাস্ক সম্প্রতি সম্পাদনা বৈশিষ্ট যোগ করা নিয়ে একটি অনলাইন সমীক্ষা পরিচালনা করেন।

এক টুইটে এলন মাস্ক জানতে চান যে, লোকজন টুইটারে একটি সম্পাদনা বোতাম চান কিনা। এতে প্রায় ৪ কোটি ৪০ লাখ ভোট পড়েছিল,এর মধ্যে প্রায় ৭৩ শতাংশ ভোট ছিল ‘হ্যাঁ’ ।

আরও পড়ুন -  New Logo: নীল পাখি চলে গেলো টুইটারের, মাস্ক বসালেন ‘ডগি’ লোগো

পরই নিজের টুইটার অ্যাকাউন্টে করা পোস্টে মাস্ক বলেন, ‘এখন যেহেতু সবাই জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আমরা গত বছর থেকে একটি সম্পাদনা বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি।’

টেসলা বস মজা করে লিখেন, ‘না, আমরা একটি পোল থেকে এ ধারণা পাইনি।’

আরও পড়ুন -  T20 World Cup: নেদারল্যান্ডস ব্যাট করছে টসে জিতে

কোম্পানির ভোক্তা পণ্যের প্রধান জে সুলিভানের মতে, ‘সম্পাদনা’ হল ‘বহু বছর ধরে’ সবচেয়ে বেশি অনুরোধ করা টুইটার বৈশিষ্ট্য। প্রতীকী ছবি: আল জাজিরা