Nirab – Mahi: নিরব ও মাহি, প্রথমবারের মতন একসঙ্গে হাজির হতে চলেছেন

Published By: Khabar India Online | Published On:

প্রথমবারের মত একসঙ্গে হাজির হতে চলেছেন ঢাকাই সিনেমার দুই ব্যস্ত তারকা নিরব ও মাহিয়া মাহি। একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি তাদের।

প্রথমবার জুটি বাঁধলেন নিরব-মাহি।বড়পর্দা না হলেও টিভিসি’র মাধ্যমে তাদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। রংধনু গ্রুপের ফ্যাশন আউটলেট ‘আরজে লাইফস্টাইল’-এর টিভিসি করছেন তারা। এটি পরিচালনা করছেন অনন্য মামুন।

আরও পড়ুন -  ট্রেনের টিকিট বুকিং, সরকার এটা বলেছে

নিরব জানান, যমুনা ফিউচার পার্কে ২২ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে এই ফ্যাশন আউটলেট। সম্ভবত এটি দেশের সবচেয়ে বড় লাইফস্টাইল শপ।

নিরব বলেন, গ্ল্যামার ও ফ্যাশন দুটোর সঙ্গে ফিল্মি ধাঁচে বিজ্ঞাপনটির শুটিং চলছে। মাহির সাথে প্রথম কাজ হচ্ছে। হয়তো আমরা আগামীতে ফিল্মও করবো। পরিচালক অনন্য মামুনের সাথে অমানুষ ও কসাই নামে দুটো সিনেমা করেছি। সেখান থেকে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। সবমিলিয়ে কাজটি বেশ এনজয় করছি।

আরও পড়ুন -  Mahiya Mahi: দ্বিতীয় সংসার পাতার আড়াই বছর পরেই বিচ্ছেদ, মাহিয়া মাহির

এই মুহূর্তে টিভিসি’র শুটিং চলছে। আগের দিন শুটিং হয়েছে যমুনা ফিউচার পার্কে, বৃহস্পতিবার শুটিং চলছে ধামরাই এলাকার ফিল্ম ভ্যালিতে।

জানা যায়, নিরব-মাহি ছাড়াও এতে আছেন মনিরা মিঠু, রোজি সিদ্দিকীসহ প্রায় শতাধিক আর্টিস্ট।

আরও পড়ুন -  বাড়ির ঝাঁটা পশ্চিম দিকে রাখবেন না, সাথে এই নিয়ম করে দেখুন