Nirab – Mahi: নিরব ও মাহি, প্রথমবারের মতন একসঙ্গে হাজির হতে চলেছেন

Published By: Khabar India Online | Published On:

প্রথমবারের মত একসঙ্গে হাজির হতে চলেছেন ঢাকাই সিনেমার দুই ব্যস্ত তারকা নিরব ও মাহিয়া মাহি। একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি তাদের।

প্রথমবার জুটি বাঁধলেন নিরব-মাহি।বড়পর্দা না হলেও টিভিসি’র মাধ্যমে তাদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। রংধনু গ্রুপের ফ্যাশন আউটলেট ‘আরজে লাইফস্টাইল’-এর টিভিসি করছেন তারা। এটি পরিচালনা করছেন অনন্য মামুন।

আরও পড়ুন -  Lifestyle: পুরুষের চেয়ে নারীরা বেশি দিন বাঁচে, কেন ?

নিরব জানান, যমুনা ফিউচার পার্কে ২২ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে এই ফ্যাশন আউটলেট। সম্ভবত এটি দেশের সবচেয়ে বড় লাইফস্টাইল শপ।

নিরব বলেন, গ্ল্যামার ও ফ্যাশন দুটোর সঙ্গে ফিল্মি ধাঁচে বিজ্ঞাপনটির শুটিং চলছে। মাহির সাথে প্রথম কাজ হচ্ছে। হয়তো আমরা আগামীতে ফিল্মও করবো। পরিচালক অনন্য মামুনের সাথে অমানুষ ও কসাই নামে দুটো সিনেমা করেছি। সেখান থেকে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। সবমিলিয়ে কাজটি বেশ এনজয় করছি।

আরও পড়ুন -  জামুড়িয়ার গরীব মানুষদের মধ্যে রেশন বিতরণ

এই মুহূর্তে টিভিসি’র শুটিং চলছে। আগের দিন শুটিং হয়েছে যমুনা ফিউচার পার্কে, বৃহস্পতিবার শুটিং চলছে ধামরাই এলাকার ফিল্ম ভ্যালিতে।

জানা যায়, নিরব-মাহি ছাড়াও এতে আছেন মনিরা মিঠু, রোজি সিদ্দিকীসহ প্রায় শতাধিক আর্টিস্ট।

আরও পড়ুন -  Relief: ত্রাণ নিয়ে সিলেটের পথে মাহি, সাথে স্বামী রাকিব