Famous Model: বাংলা বিনোদন জগৎ-এ নামি মডেল দেবাদ্রিতা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ    এখন মডেলিং এ সুপরিচিত এবং উল্লেখযোগ্য Debadrita Gupta

মডেল দেবাদ্রিতা

জন্ম এবং পড়াশোনা উত্তর কলকাতায়। সংস্কৃত তে মাস্টার্স করেছেন।

ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিলে অভিনেত্রী বা মডেলিং জগৎ এ পা রাখা। কিন্তু বাড়ির কথা মতন বিয়ে হয়ে গেল।  Debadrita বাড়িতে বাধা ছিল এই জগৎ এ আসা। কিন্তু শ্বশুড় বাড়িতে কোন আপত্তি ছিলো না।

আরও পড়ুন -  West Bengal Winter: জাঁকিয়ে শীত কবে আসবে? শীতের আমেজ পাওয়া যাচ্ছে

পরিবার থেকে অনেক সাহায্য করেছিলো বলে Debadrita বলেছেন।  একটা ফটোশুট এর অফার আসে। তারপুর থেকে একের পর এক কাজ আস্তে থাকে।

যেমন  মডেলিং,শর্ট ফিল্ম,মিউজিক ভিডিও ও নানা নামী ব্র্যান্ড এর প্রোডাক্ট শুট করেছেন। তার মাঝে ভালো কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এর কাজের অফারও পেয়েছেন। স্বামী,কন্যা আর সংসারের সব কিছু সামলে কাজ করে যাচ্ছেন। এখন নিজেকে একজন পেশাদার মডেল হিসেবে দেখতে চান। আশা করছেন তিনি, একদিন সাফল্য’র চূড়ায় পৌঁছবেন।  ছবিঃ সৌমিত্র মৌলিক।  

আরও পড়ুন -  Poonam Pandey: পুনমের শেষ ভিডিও ভাইরাল, অবাক নেটিজেনরা!