Dev And Rukmini: কবে বিয়ে করছেন? দেব ও রুক্মিনী

Published By: Khabar India Online | Published On:

কবে বিয়ে করছেন দেব ও রুক্মিনী? এই প্রশ্নের উত্তরে দেব বারবারই বলেছেন বিয়েটা গুরুত্বপূর্ণ নয়, একসঙ্গে ভালো থাকাই জরুরি।

দেব ও রুক্মিনী

সম্প্রতি দেব রুক্মিনী নিজেদের দুটি অন্তরঙ্গ ছবি শেয়ার করেন।
ছবির ক্যাপশনে দুজনেই লিখেছেন,’তোমায় তুই বলব না তুমি,/আমি বুঝেই পাইনা../তোমায় বলবো ভাবি কিছু,/শব্দ খুঁজে পাইনা..’

আরও পড়ুন -  রক্তেই প্রাণ বেঁচে উঠল এক অসুস্থ গৃহবধূর

তাহলে কি চার হাত এক হতে চলেছে? সে বিষয়ে মুখে কুলুপ দুজনেরই। তবে আবারও স্ক্রিনে তাদের একসঙ্গে প্রেম করতে দেখা যাবে।

ছবির নাম কিশমিশ। সেই ছবিতে ফের জুটি বেঁধেছেন দেব ও রুক্মিনী।

আরও পড়ুন -  Indian Railways: ভারতীয় রেলের অভিনব উদ্যোগ, দেরি হওয়া ট্রেনের যাত্রীদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা

সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবির গান তোমায় তুই বলব না তুমি। তারই প্রচারে ব্যস্ত দুই তারকা। গানটি গেয়েছেন শুভদীপ পান ও নিকিতা গান্ধী।