Oath: ইংরেজবাজার পৌরসভার জয়ী কাউন্সিলরদের শপথ গ্রহণ ও চেয়ারম্যান গঠণ

Published By: Khabar India Online | Published On:

ইংরেজবাজার পৌরসভার জয়ী কাউন্সিলরদের শপথ গ্রহণ ও চেয়ারম্যান গঠণ।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৩০ মার্চঃ   ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তাকে শপথ বাক্য পাঠ করান সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো। ইংরেজ বাজার পৌরসভার মোট আসন সংখ্যা ২৯ টি। ভোটাভুটির মাধ্যমে ২৯ জন কাউন্সিলের মধ্যে ২৬ জন কাউন্সিলর সমর্থন করেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে চেয়ারম্যান হিসাবে।

আরও পড়ুন -  Bharat Joro Yatra: 'ভারত জোড়ো যাত্রা' শুরু, কংগ্রেসের

অন্যদিকে, ৩ জন বিজেপির কাউন্সিলর হাত তুলে অম্লান ভাদুরি কে সমর্থন করেন। সম্ভবত 26 জনের সমর্থন নিয়ে চেয়ারম্যান হন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়।

আরও পড়ুন -  Independence Day Parade: স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি, নিহত ৬, যুক্তরাষ্ট্রে

নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, আরেক বিধায়ক তাজমুল হোসেন সহ অন্যান্যরা।

আরও পড়ুন -  মোট ২ লক্ষ টাকা দিচ্ছে মোদী সরকার মেয়েদের, এলো বৃহৎ প্রকল্প

কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী চেয়ারম্যান হওয়ায় অনুগামীরা পৌরসভার সামনে ঢাকঢোল বাজিয়ে বাজি পটকা ফুটিয়ে আনন্দে মেতে ওঠেন।