ডঃ পার্থ চট্টোপাধ্যায়কে ‘বিবেক জ্যোতি অনন্য সম্মান’ প্রদান

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, উঃ ২৪ পরগণাঃ   স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের তরফে মাননীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায়কে বাংলার সামগ্রিক উন্নয়নের জন্য ‘বিবেক জ্যোতি অনন্য সম্মান’ প্রদানের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কাম্পাসে।

আরও পড়ুন -  কোমল রঙ্গিলি নাচতে নাচতে শরীর থেকে চুন্নি সরিয়ে স্টেজে বোল্ড কায়দায় নাচ দেখালেন, কাণ্ড দেখে অবাক সকলেই

 পার্থ চাটার্জী এই অন্যন্য সম্মানটি গ্রহণ করলেন। এবং ছাত্র ছাত্রী দের উদ্দেশ্যে জানান ভালো করে পড়াশুনা করতে হবে,শুধু পরিবার দখলে হবে না তাদেরকে সমাজও দেখতে হবে,তবে সরকারের নতুন কর্মসূচি হচ্ছে যত সম্ভব শিল্প এবং কর্ম ক্ষেত্র গুলি যাতে পশ্চিমবঙ্গের মধ্যই গড়ে তোলা যায় সেটা সম্ভব করা যাতে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা পশ্চিমবঙ্গেই থাকে তাদেরকে বাইরে পড়তে বা চাকরিতে না জেতে হয়।

আরও পড়ুন -  Morocco Earthquake: সংখ্যা বেড়ে ৬৩২ নিহতের, মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প