সন্তানের লাশ কাঁধে নিয়ে, পায়ে হেঁটে, বাড়ি ফিরলেন এক ব্যক্তি !

Published By: Khabar India Online | Published On:

ছত্তিশগড়ে ঘটেছে মর্মান্তিক একটি ঘটনা। উপায় না পেয়ে ৭ বছর বয়সী সন্তানের লাশ কাঁধে নিয়ে চিকিৎসাকেন্দ্র থেকে বাড়ি ফেরেন এক ব্যক্তি। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় টনক নড়েছে স্বাস্থ্য সংশ্লিষ্টদের। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, ছত্তিশগড়ের সুরগুজা জেলার ঈশ্বর দাস নামের ওই ব্যক্তির ৭ বছর বয়সী মেয়ে সুরেখা কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। শুক্রবার সকালে তাকে লখনপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তার বাবা। সেদিন সকালেই তার মৃত্যু হয়। এরপর লাশ বাড়িতে নিয়ে যাবার কোন উপায় না পেয়ে অগত্যা কাঁধে মেয়ের লাশ নিয়ে রওনা দেন। বাড়ি পৌঁছাতে ১০ কিলোমিটার পথ হাঁটেন ওই ব্যক্তি।

আরও পড়ুন -  দেশ কখনোই তাঁদের বীরত্ব ও ত্যাগকে ভুলতে পারবে নাঃ শ্রী অমিত শাহ

স্বাস্থ্যকেন্দ্রের পল্লী চিকিৎসাবিষয়ক সহকারী (আরএমএ) ড. বিনোদ ভারগভ দাবি করেন, মেয়েটি সকাল ৭টা ৩০ মিনিটে মারা যায়। এরপর তারা শবযান আনতে পাঠান। সকাল ৯টা ২০ মিনিটে শবযান পৌঁছানোর আগেই লাশ নিয়ে চিকিৎসাকেন্দ্র ছেড়ে চলে যায় তার পরিবার।

আরও পড়ুন -  প্রচারে বেরিয়ে ঢাকি দলের সাথে ঢাক বাজাতে দেখা গেল

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় টনক নড়ে স্থানীয় প্রশাসনের। ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও বলেন, আমি ভিডিওটি দেখেছি, এটি আসলে খুবই বিব্রতকর। তিনি দ্রুত তদন্ত করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের।

আরও পড়ুন -  জমা পরেছে ধোনির আবেদনপত্র, শিক্ষকতার করার জন্য !

সূত্র: এনডিটিভি