United States: রাসায়নিক বা জৈব অস্ত্রের হামলা হলে, যুক্তরাষ্ট্র এর জবাব দেবে, ইউক্রেন

Published By: Khabar India Online | Published On:

বিশ্ব নেতাদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়া যদি রাসায়নিক বা জৈব অস্ত্রের ব্যবহার করে তাহলে যুক্তরাষ্ট্র এর জবাব দেবে।

তিনি বলেন, ন্যাটো এর আগে কখনোই এভাবে এতো ঐক্যবদ্ধ ছিল না। শুক্রবার বিবিসি লাইভ এসব তথ্য জানায়।

ন্যাটো, জি৭ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলনে যোগ দিতে বর্তমানে ইউরোপে রয়েছেন জো বাইডেন।  বৃহস্পতিবার তিনি ন্যাটো সম্মেলনে অংশ নেন।

আরও পড়ুন -  Bridge Collapsed: মেয়রকে নিয়েই ভেঙে পড়লো সেতু উদ্বোধনের সময় ! ভিডিও দেখুন

ওই সম্মেলনে ইউরোপের পূর্বাঞ্চলে আরও ন্যাটো সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।

এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাউন্সিলে ভিডিও লিংকের মাধ্যমে বক্তব্য রাখেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, তার দেশে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউরোপ কিছুটা দেরি করেছে।

তিনি বলেন, আগ্রাসন শুরুর আগে ইউরোপ মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি এবং নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইনও বন্ধ করে দেয়নি।

আরও পড়ুন -  Typhoon Nanmdol: টাইফুন 'নানমাডল' জাপানে আঘাত হেনেছে

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৩৫ লাখেরও বেশি মানুষ।

আরও পড়ুন -  Kiev: সারারাত রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১, কিয়েভে

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী, হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে অবস্থান করছে রুশ বাহিনীর ৪০ মাইল দীর্ঘ একটি বহর। তারা যে কোনো সময় শহরটিতে হামলা চালাতে পারে।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ, মারিওপল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।