Sonam Kapoor: সোনম কাপুর অন্তঃসত্ত্বা, সুখবর ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়

Published By: Khabar India Online | Published On:

ঢিলেঢালা পোশাক দেখে অনুরাগীরা ভাবতে শুরু করেছিল আগে থেকে। কিছু ছবিতে তখন তাঁর বেবি বাম্প  স্পষ্ট বুঝতে পারছিলেন। সেই সময় গুজব বলে উড়িয়ে দেন অনিল কন্যা সোনম কাপুর

 তবে আর গুঞ্জন নয়। অভিনেত্রী নিজেই এই সুখবর ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেন যাতে রীতিমতো উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। সোনম কাপুর এবং আনন্দ আহুজার সুখের সংসারে আসতে চলেছে এক নতুন সদস্য।

আরও পড়ুন -  Rail Recruitment: চাকরির খবর রেলে, কত শূন্য পদ ও কি যোগ্যতা লাগবে? জানুন

নিজের বেবি পাম্পের ছবি পোস্ট করে এই কথা অনুরাগীদের মধ্যে ভাগ করে নেন সোনম কাপুর।

 

View this post on Instagram

 

A post shared by Sonam Kapoor Ahuja (@sonamkapoor)

ছবিতে দেখা যাচ্ছে কালো পোশাকে স্বামী আনন্দর কোলে মাথা রেখে শুয়ে আছেন সোনম। তাঁর দুটি হাত পেটের ওপর। মুখে মাতৃত্বের হাসি। তিনি যে মা হতে চলেছেন তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বেবি বাম্প। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোনম কাপুর লেখেন,“চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।”

আরও পড়ুন -  Gold Price Today-সোনার গয়নার কি খবর আজকে? দাম কমেছে কলকাতায়

অনেকে বলেছেন, কে বলবে অনিল কাপুর এবার দাদু হতে চলেছেন?