বারাসাত জেলাশাসক দপ্তরে CITU, INTUC’র, আইন অমান্য কর্মসূচিতে ধুন্ধুমার

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, বারাসাতঃ   বারাসাত জেলাশাসক দপ্তরে CITU, INTUC সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমুহের আইন অমান্য কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সাথে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের।

১২ দফা দাবিতে আগামী ২৮ শে ও ২৯ শে মার্চ দুদিন দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। শ্রম কোড আইন বাতিল, অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যূনতম বেতন প্রদান, পেট্রোল-ডিজেলের কর কমানো, ঠিকা কর্মীদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি সহ ১২ দফা দাবিতে দেশব্যাপী এই ধর্মঘটের ডাক দিয়েছে CITU, INTUC সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন। পাশাপাশি গতকাল রামপুরহাটে গণ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায় তারা । মঙ্গলবার দুপুরে উত্তর 24 পরগনার বারাসাতের জেলাশাসকের দপ্তর অভিযান করে আইন অমান্য কর্মসূচি নেয় বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের কর্মীরা। সেইমতো বিক্ষোভকারীরা বারাসাত জেলাশাসকের দপ্তরে আসলে বারাসাত থানার বিশাল পুলিশবাহিনী জেলাশাসক দপ্তরে ঢোকার পূর্বে আটকে দেয়।

আরও পড়ুন -  Gold Price Update: সোনার দাম হঠাৎ কমেছে, ১০ গ্রাম সোনার সর্বশেষ দাম জানুন

পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় বারাসাত জেলাশাসক দপ্তর জুড়ে। শেষমেষ বিক্ষোভকারীরা বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।