নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ সাংসদের গাড়ি লক্ষ করে বোমাবাজির ঘটনায় পরিদর্শনে রাজ্য ফরেনসিক দল।
সাংসদের গাড়ি লক্ষ করে বোমাবাজির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এলো রাজ্য ফরেনসিকের ২ প্রতিনিধি দল। এদিন তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন করে কি ধরনের বোমাবাজি করা হয়েছিল তার নমুনা সংগ্রহ করেন। জানা যায়, 2 দিন আগে রানাঘাট কেন্দ্রে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার দলের 54 জন কর্মীদের নিয়ে কল্যাণীর একটি সিনেমা হলে কাশ্মীর ফাইল দেখতে যান। সিনেমা দেখে বাড়ি ফেরার সময় রাত আটটা নাগাদ হরিণঘাটা থানার শিমুলতলার 7 নম্বর গেটে তার গাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ ওঠে।
বোমাবাজির জেরে গাড়ির অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়। এরপরই তিনি হরিণঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সেই ঘটনার পরিদর্শনে এল রাজ্য ফরেনসিক প্রতিনিধি দল। তারা ঘটনাস্থলে এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করে। ফরেন্সিক এসিস্ট্যান্ট ডাইরেক্টর ডঃ দেবাশীষ সাহা বলেন, আমরা নমুনা সংগ্রহ করলাম। এগুলি ল্যাবরেটরীতে পরীক্ষার জন্য পাঠানো হবে। যতক্ষণ না রিপোর্ট হাতে পৌঁছেছে ততক্ষণ কিছু বলা যাবে না।