Bharti Singh: ভারতী সিং শেয়ার করলেন অন্তসত্তা’র ছবি, প্রশংসা করলেন ভক্তরা

Published By: Khabar India Online | Published On:

 মা হতে চলেছেন ভারতী সিং। বলিউড ইন্ডাস্ট্রির কমেডি কুইন। ৮ মাসের অন্তঃসত্ত্বা ভারতী। জানা গেছে, এপ্রিল মাসের শুরুতেই মা হতে পারেন। মাতৃত্ব নিয়ে ভীষণভাবে খুশি ভারতী। এই অবস্থাতেও তিনি প্রতিনিয়ত কাজ করে চলেছেন। এটা সত্যিই প্রশংসার যোগ্য। কমেডি কুইনের কথায়, তার সন্তান এই পৃথিবীতে আসার আগেই তিনি সমস্ত কাজ শেষ করে নিতে চান। কারণ সন্তানের জন্মের পর তিনি তার বেশিরভাগ সময়টাই দিতে চান তাকে।

আরও পড়ুন -  প্রয়াত নির্মলা বন্দ্যোপাধ্যায়, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা

সম্প্রতি এই অবস্থায় ফটোশুট করেছেন ভারতী সিং। সোশ্যাল মিডিয়ার পাতায় সেইসমস্ত ছবিগুলো রীতিমতো ভাইরাল। ছবিতে যে গাউন পরে ভারতী সিংকে দেখা যাচ্ছে তার মূল্য কয়েক হাজার টাকা। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় এই ছবিগুলো শেয়ার করেছেন। ছবিগুলি যে রীতিমতো ভাইরাল হয়েছে। সে নিয়ে কোন সন্দেহ নেই। কখনো দাঁড়িয়ে আবার কখনো শুয়ে ছবি তুলেছেন তিনি। ছবিতে তাকে দারুন লাগছিল। এই ফটোশুটে নিজের বেবি বাম্প শো করেছেন ভারতী।

 

View this post on Instagram

 

A post shared by Bharti Singh (@bharti.laughterqueen)

ছবিতে যে গাউন পরেছিলেন তিনি সেটি কোয়েম্বাটুরের একটি দোকান থেকে ডিজাইন করা হয়েছিল। সেই নামি দোকানের ওয়েবসাইটে এই গাউনের দাম ১২,৫০০ টাকা। এই ফটোশুটের জন্য এই পোশাকটি বানিয়েছিলেন সকলের প্রিয় কমেডি কুইন।

আরও পড়ুন -  আমিশা প্যাটেল, আলো আঁধারিতে নাইটি পরে ফ্যানদের সাথে গল্প, ভাইরাল ভিডিও

 ছবি শেয়ার করার পর থেকেই রীতিমতো প্রশংসার ঝড় উঠেছে নেটপাড়ায়। সকলেই রীতিমতো প্রশংসা করছেন তাদের প্রিয় কমেডি কুইনের। এই অবস্থায় বেশিরভাগ মানুষই বিশ্রাম নিতে আগ্রহী থাকেন। কিন্তু শুরু থেকেই তিনি একটু হাটকে। তিনি নিজের মধ্যেকার সাহস বজায় রেখে এখনো প্রতিনিয়ত কাজ করে চলেছেন, যার জন্য রীতিমতো প্রশংসিত হচ্ছেন তিনি। উল্লেখ্য, এই মুহূর্তে ‘হুনারবাজ’, ‘দেশ কি শান’এ স্বামী হার্ষ লিম্বাচিয়ার সাথে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন।

আরও পড়ুন -  Riya Chakraborty: আবুধাবিতে ভ্রমণের অনুমতি পেলেন, রিয়া